বনগাঁ, 14 ডিসেম্বর: নিজের বিয়ে উপলক্ষে বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করলেন কনে । বিয়ের আগের দিন মেহেন্দির রাঙা হাতে রক্ত দান করলেন উত্তর 24 পরগনার বনগাঁ থানার কালুপুর গ্রাম পঞ্চায়েত বাসিন্দা সঞ্চয়িতা রায়।সেজে উঠেছে বিয়েবাড়ি। বিয়ের বাড়ির সেই প্যান্ডেল রক্ত দানের আয়োজন করেছেন সঞ্চয়িতা। বনগাঁ মহকুমা হাসপাতালে ব্লাডব্যাঙ্ক থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে। বিয়ে উপলক্ষে বনগাঁয় এই প্রথম রক্তদান শিবিরের আয়োজন বেল জানানো হয়েছে বনগাঁ ব্লাডব্য়াংকের পক্ষ থেকে ৷
কেন হঠাৎ নিজের বিয়েতে রক্তদানের আয়োজন করেছেন সঞ্চয়িতা ৷ সেই প্রসঙ্গেই তিনি বলেন, "কয়েক বছর আগে বাইক দুর্ঘটনায় দাদার মৃত্যু হয়েছিল। সেই সময় রক্ত পেতে অসুবিধা হয়েছিল । তারপর এক আত্মীয়ের অপারেশনের জন্য রক্ত জোগাড় করতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হয় ৷" তারপরই সঞ্চয়িতা ও তাঁর মা একসঙ্গে ঠিক করেন তাঁর বিয়েতে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। সেই মতো বিয়ের আগের দিন বাড়িতে রক্তদান শিবিরের অয়োজন করেছে রায় পরিবার। সঞ্চয়িতার কথায়, "বিয়ে অনুষ্ঠানে অনেক মানুষের সমগাম হয় । বিয়ে অনুষ্ঠানে যদি এই ভাবে রক্তদান শিবিরের আয়োজন করা যায় তাহলে রক্তের সংকট অনেকটা মিটানো যাবে।"