পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"কাগজ দেখাব না", বিয়ের আসরে NRC-র বিরুদ্ধে প্রতিবাদ নবদম্পতির

বর-কনে দু'জনের হাতেই রয়েছে নো NRC, নো CAA লেখা প্ল্যাকার্ড ৷ মেনুতে লেখা, 'কাগজ আমরা দেখাব না ৷'

basirhat
তৃণমূল কাউন্সিলর ইলিয়াস সর্দার

By

Published : Feb 9, 2020, 9:41 PM IST

বসিরহাট, 9 ফেব্রুয়ারি : বিয়ের আসরেই CAA ও NRC-র বিরুদ্ধে প্রতিবাদ ৷ নো NRC, নো CAA প্ল্যাকার্ড হাতে নবদম্পতি ৷ বিয়েবাড়ির মেনুকার্ডে লেখা, 'কাগজ আমরা দেখাব না' ৷

বসিরহাট পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইলিয়াস সর্দারের সঙ্গে গতকাল বিয়ে হয় মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূলের সদস্য হোসনে আরা বুলবুলের ৷ আর এই বিয়ের আসরকেই CAA ও NRC বিরোধী প্রতিবাদের অভিনব মঞ্চের রূপ দিলেন নবদম্পতি ৷

বিয়ের মূল মঞ্চে বড় বড় অক্ষরে লেখা রয়েছে নো NRC, নো CAA, নো NPR । এমনকী মেনুকার্ডেও রয়েছে CAA বিরোধী বার্তা । এই নিয়ে কৌতূহলেরও শেষ নেই আমন্ত্রিত অতিথিদের ৷ কেউ কানে কানে ফিসফিস, কেউ আবার চোখে চোখ রেখে ইশারায়, সবারই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই প্রতিবাদ ৷

CAA বিরোধী প্রতিবাদে নবদম্পতি

কিন্তু কেন এই পরিকল্পনা ? কী বলছেন নবদম্পতি ?

নবদম্পতি বলছেন, "আজ থেকে আমাদের একসঙ্গে জীবনের পথ চলা শুরু । আজ থেকে আমাদের নতুন শপথ । আজ থেকে NRC ও CAA-র বিরোধিতায় আমরা মানুষকে সচেতন করার আন্দোলনও চালিয়ে যাব ।" কয়েক মাস পরেই বসিরহাট পৌরসভার ভোট । তাহলে কি বিয়ের আসর থেকে ভোটের প্রচারের কৌশলটা সেরে নিলেন কাউন্সিলর ? এই নিয়ে ইতিমধ্যে জল্পনাও শুরু হয়েছে রাজনৈতিক মহলের একাংশে ৷

ABOUT THE AUTHOR

...view details