পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারের অভিযোগ BSF-এর বিরুদ্ধে - Gaighatapolice

গত বুধবার বাড়ি থেকে সত্যজিৎ সাঁতরা নামে ওই যুবককে তুলে নিয়ে যান আংরাইল BSF ক্যাম্পের আধিকারিকরা ৷ পাচারের সঙ্গে জড়িত সন্দেহে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় ৷

Gaighata
গাইঘাটা

By

Published : Nov 30, 2020, 11:12 AM IST

গাইঘাটা, 29 নভেম্বর : পাচারের অভিযোগে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল BSF-এর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন । উত্তর 24 পরগনার গাইঘাটা এলাকার ঘটনা ৷ আক্রান্তের নাম সত্যজিৎ সাঁতরা ৷ প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷

গত বুধবার বাড়ি থেকে সত্যজিৎ সাঁতরা নামে ওই যুবককে তুলে নিয়ে যান আংরাইল BSF ক্যাম্পের আধিকারিকরা ৷ সূত্রের খবর, পাচারের সঙ্গে জড়িত সন্দেহে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় ৷ বেশ কয়েক ঘণ্টা পর ওই যুবককে বস্তাবন্দী অবস্থায় বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয় ৷ অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করা হয় ৷ এমনকী ইলেকট্রিক শক ও হাত ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে ৷ পরিবারের দাবি, সত্যজিৎ কোনও পাচারের সঙ্গে যুক্ত নয় ৷ তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে ৷

আক্রান্তের স্ত্রীর বক্তব্য শুনু ভিডিয়োতে

এরই প্রতিবাদে শুক্রবার রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখায় গ্রামবাসী ৷ পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় তারা ৷ তবে পরিবারের লোকেদের দাবি, এরপরেও তাদের পাশে কেউ দাঁড়াননি ৷ এমনকী রবিবার BSF ও পঞ্চায়েত প্রতিনিধিদের গ্রামে এসে বৈঠকে বসার কথা ছিল ৷ অভিযোগ, স্থানীয় কয়েকজন নেতা BSF ক্যাম্পে গিয়ে কথা বলেন ৷ এরপরেই আবারও ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা ৷ আবারও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ ৷ পরে পুলিশি আশ্বাসে আবারও অবরোধ তুলে নেয় স্থানীয়রা ৷

ABOUT THE AUTHOR

...view details