বনগাঁ, 11 অগস্ট: সংগঠনের দায়িত্ব নিয়ে কঠোর হাতে দলের রাশ ধরতে চাইছেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস । তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব পেয়ে প্রথম দিনের সাংগঠনিক সভার মঞ্চে তাঁর স্পষ্ট বক্তব্য, পদে থাকতে হলে কাজ করতে হবে । ব্লক ও অঞ্চল সভাপতিদের জন্য তিনি বলেন, "অনেক অঞ্চল সভাপতি আছেন, যাঁরা শুধু পদ নিয়ে বসে আছেন । কোনও কাজ করেন না । তাঁদের উদ্দেশ্যে বলছি, কাজ করুন । না হলে পদ ছেড়ে দিন । নয়তো পদ থেকে সরিয়ে দিতে বাধ্য হব ।" বুধবার বিকেলে বনগাঁ নীলদর্পণ অডিটোরিয়ামে প্রথম সাংগঠনিক সভা ডাকেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস ও চেয়ারম্যান শ্যামল রায় । তৃণমূলের সব স্তরের নেতা-কর্মীদের উপস্থিত ছিলেন । বিশ্বজিতের বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত নেতাদেরও এদিন এক ফ্রেমে দেখা গিয়েছিল (Bongaon TMC President Biswajit Das urges TMC workers to work) ।
এবিষয়ে বিশ্বজিতের ব্যাখ্যা, "দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 24 ঘণ্টা কাজ করে চলেছেন । আমরা যাঁরা পদে আছি, তাঁরা যদি ভাবি নেত্রী সব করে দেবেন আর আমরা ভোগ করব ! তা হবে না । মাঠে নেমে কাজ করতে হবে । মানুষের পাশে থাকতে হবে ।" তাঁর দাবি, "তা যদি কেউ না পারে, তাঁকে সরে দাঁড়াতে বলেছি । নতুনদের জায়গা দিতে বলেছি ।"
আরও পড়ুন: অগস্টে বনগাঁ ও আসানসোল পৌরসভার দুটি ওর্য়াডের উপনির্বাচন
এদিন তিনি মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বলেন, "কোনও নেতাকে ধরে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়া যাবে না । আপনি যেমন কাজ করবেন, তার মূল্যায়নের নিরিখে আপনি টিকিট পাবেন । দল আপনার কাজের মূল্যায়ন করছে ।"