পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bongaon TMC Councillor : "পয়সা দিলেই দলে পদ পাওয়া যায়", বিস্ফোরক বনগাঁর তৃণমূল কাউন্সিলর - TMC Councillor Krishna Roy says only money helps to get position in TMC

6 বারের কাউন্সিলর, 3 বারের প্রাক্তন ভাইস চেয়ারম্যান । বনগাঁ পৌরসভায় এবারও চেয়ারম্যান পদের অন্যতম দাবিদার ছিলেন কৃষ্ণা রায় ৷ যদিও তাঁর ভাগ্যে কোনও পদ জোটেনি । পদ না পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠলেন বর্ষীয়ান নেত্রী (Bongaon TMC Councillor Krishna Roy) ।

Krishna Roy
বিস্ফোরক বনগাঁর তৃণমূল কাউন্সিলর

By

Published : Mar 17, 2022, 8:56 AM IST

Updated : Mar 17, 2022, 12:02 PM IST

বনগাঁ, 17 মার্চ : ‘‘মালটু দিলে তৃণমূলে পদ পাওয়া যায় । পয়সা ছাড়া এখানে কোনও দাম নেই ৷’’ সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক অভিযোগ বনগাঁ পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান কৃষ্ণা রায়ের । একাধিক পৌরসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে গোষ্ঠীদ্বন্দ্বে রীতিমতো জর্জরিত শাসকদল ৷ বনগাঁতেও একই ছবি দেখল রাজ্য (Krishna Roy says only money can give you position in TMC) ৷

এবারের পৌরভোটে তৃণমূলের টিকিটে 10 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন কৃষ্ণা রায় । 12 নম্বর ওয়ার্ডে জিতেছেন তাঁর বৌমা টুম্পা রায় । একই পরিবারের দু'জন প্রার্থী হওয়ায় ভোটের আগে তৃণমূলের একাংশে ক্ষোভ তৈরি হয়েছিল । দু'জনেই অবশ্য ভোটে জিতে সে ক্ষোভে দাঁড়ি টেনেছেন ।

বিস্ফোরক বনগাঁর তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা রায়

বুধবার বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান-সহ অন্যান্য কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল । সেখানে এসেছিলেন কৃষ্ণা রায়ও । 6 বারের কাউন্সিলর, 3 বারের প্রাক্তন ভাইস চেয়ারম্যান । এবারও চেয়ারম্যান পদের অন্যতম দাবিদার ছিলেন তিনি । যদিও তাঁর ভাগ্যে কোনও পদ জোটেনি । তাঁর বদলে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন গোপাল শেঠ ৷ ভাইস চেয়ারম্যান হয়েছেন প্রাক্তন চেয়ারম্যান জোৎস্না আঢ্য ৷ পদ না পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠলেন বর্ষীয়ান নেত্রী ।

আরও পড়ুন : শপথ নেওয়ার আগেই মন্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি, ঝাঁপ দেওয়ার চেষ্টা কাউন্সিলরের

নাম না করে গোপাল শেঠকে কটাক্ষ করে কৃষ্ণা রায় বলেন, ‘‘এক জন সর্বোচ্চ পদের অধিকারী হয়েও নিম্নপদের দাবিদার হওয়াটা লজ্জার ।’’ পালটা দিয়েছেন গোপাল শেঠও ৷ কার্যত ডিফেন্সিভ খেলে তিনি বলেন , ‘‘উনি আমাদের কাকিমা ৷ আমাদের মাথার মণি । পদই কি সব ?’’ সবমিলিয়ে উৎসবের দিন বনগাঁয় আড়াআড়ি বিভক্ত জোড়াফুল শিবির ৷

Last Updated : Mar 17, 2022, 12:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details