বিজেপি বিধায়কের পদ খাওয়ার হুমকি পৌরসভার চেয়ারম্যানের গাইঘাটা, 3 জুলাই: বহুবার তৃণমূলের নেতাদের বিভিন্ন হুমকি দিতে দেখা দিয়েছে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে । এবার তাঁর বিধায়ক পদ খাওয়ার হুমকি দিলেন তৃণমূল প্রচালিত পৌরসভার চেয়ারম্যান । রবিবার উত্তর 24 পরগনার গাইঘাটার পাঁচপোতায় তৃণমূলের আয়োজিত নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ । সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে স্বপন মজুমদারের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র নিয়ে প্রশ্ন তোলেন । তিনি বলেন, "ওঁর বিধায়ক পদ আমি খাব ।" তবে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না বিজেপি বিধায়ক ।
প্রসঙ্গত, স্বপন মজুমদারের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র নিয়ে এর আগেও বিতর্ক তৈরি হয়েছিল । সূত্রের খবর, 2021 সালের বিধানসভার নির্বাচনের পর এই বিজেপি বিধায়কের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী তথা তৃণমূল নেত্রী আলোরানি সরকার স্বপনের শিক্ষাগত শংসাপত্র নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং তাঁর বিধায়ক পদ খারিজের আবেদন করেছিলেন তিনি । যদিও সেই মামলায় পালটা বিপাকে পড়েন আলোরানি । তাঁর ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে ।
পঞ্চায়েত নির্বাচনের মুখে ফের সেই বিতর্ক উসকে দিলেন তৃণমূল পরিচালিত বনগাঁর পৌরপ্রধান গোপাল শেঠ । রবিবার সন্ধ্যায় গাইঘাটায় এক দলীয় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে গোপাল বলেন, "স্বপন মজুমদার বিধায়ক হয়ে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় । বিধায়ক হয়েছেন মণ্ডলপাড়া স্কুলের জাল সার্টিফিকেট জমা দিয়ে । মামলা আবার রি-ওপেন হচ্ছে । আমি গোপাল শেঠ বলে যাচ্ছি, ওঁর বিধায়ক পদ খাব খাব খাব ।"
আরও পড়ুন:তৃণমূল নেতাদের গলায় পা দিয়ে মানুষের অধিকার ফেরাব, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের
যদিও গোপাল শেঠের এই মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ স্বপন মজুমদার । পালটা হুমকির সুরে তিনি বলেন, "গোপাল শেঠ বনগাঁর সমস্ত ট্রাক ইউনিয়নের টাকা খেয়েছে । যা খেয়েছে আগামিদিনে সব টেনে বের করবে স্বপন মজুমদার ।" তিনি আরও বলেন, "অশিক্ষিত লোক জানে না কী করে একটা বিধায়কের পদ খারিজ করতে হয় । সে স্বপন মজুমদারকে হুমকি দিচ্ছে । তৃণমূলের সব চোরেরা এক স্বপন মজুমদারের ভয়ে জড়োসড়ো হয়ে রয়েছে ৷ যেদিকে দেখছে সব যায়গায় আমার ভূত দেখছে । তোমাদের যা করার করে নাও । জনগণ আমার সঙ্গে আছে ।"