বনগাঁ , 22 জুন : বনগাঁ পৌরসভার উদ্যোগে এবার বয়স্কদের জন্য শুরু হল দুয়ারে ভ্যাকসিন পরিষেবা ৷ বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরাই বয়স্কদের করোনার টিকা দেবেন বলে জানান পৌর প্রশাসক গোপাল শেঠ ৷ ইতিমধ্যেই পৌরসভার পাঁচটি ওয়ার্ডের প্রায় 200 জনকে করোনা টিকা দেওয়া হয়েছে বলে জানান তিনি ৷
প্রসঙ্গত, বনগাঁর পৌরপ্রশাসক হিসাবে দায়িত্ব নিয়ে গোপাল শেঠ ঘোষণা করেছিলেন সত্তরোর্ধ্বদের জন্য দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি শুরু হবে । সেই মতো এদিন বনগাঁ পৌরসভার নব নিযুক্ত পৌরপ্রশাসক গোপাল শেঠ ও প্রশাসকমণ্ডলীর সদস্যদের উপস্থিতিতে বনগাঁ শহরের পাঁচটি ওয়ার্ডের সত্তরোর্ধ্ব ব্যক্তিদের বাড়িতে গিয়ে টিকা দেওয়ার কাজ শুরু হল। পৌরসভার পক্ষ থেকে প্রশাসক গোপাল শেঠ স্বাস্থ্যকর্মীদের হাতে টিকা তুলে দেন। স্বাস্থ্যকর্মীরা তালিকা ধরে ধরে বয়স্ক ব্যক্তিদের বাড়িতে পৌঁছে যান। তাঁদের সঙ্গে হেঁটে বয়স্ক ব্যক্তিদের বাড়িতে যান পৌর প্রশাসক ও পৌর বোর্ডের সদস্যরাও।