পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বনগাঁ পৌরসভার উদ্যোগে সত্তরোর্ধ্বদের জন্য শুরু হল দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি - bongaon municipality takes initiation to give covid vaccine to over 70 years old people through duare vaccine project

সরকারের উদ্যোগে জেলায় জেলায় শুরু হয়েছে 'দুয়ারে ভ্যাকসিন' কর্মসূচি ৷ এবার বনগাঁর পৌর প্রশাসক গোপাল শেঠের হাত ধরে সত্তরোর্ধ্বদের টিকা দেওয়া শুরু হল ৷ ইতিমধ্যেই বনগাঁর পাঁচটি ওয়ার্ডের 200 জনকে টিকা দেওয়া হয়ে গিয়েছে বলে জানান বনগাঁর পৌর প্রশাসক ৷

দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি
দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি

By

Published : Jun 22, 2021, 6:33 PM IST

বনগাঁ , 22 জুন : বনগাঁ পৌরসভার উদ্যোগে এবার বয়স্কদের জন্য শুরু হল দুয়ারে ভ্যাকসিন পরিষেবা ৷ বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরাই বয়স্কদের করোনার টিকা দেবেন বলে জানান পৌর প্রশাসক গোপাল শেঠ ৷ ইতিমধ্যেই পৌরসভার পাঁচটি ওয়ার্ডের প্রায় 200 জনকে করোনা টিকা দেওয়া হয়েছে বলে জানান তিনি ৷

প্রসঙ্গত, বনগাঁর পৌরপ্রশাসক হিসাবে দায়িত্ব নিয়ে গোপাল শেঠ ঘোষণা করেছিলেন সত্তরোর্ধ্বদের জন্য দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি শুরু হবে । সেই মতো এদিন বনগাঁ পৌরসভার নব নিযুক্ত পৌরপ্রশাসক গোপাল শেঠ ও প্রশাসকমণ্ডলীর সদস্যদের উপস্থিতিতে বনগাঁ শহরের পাঁচটি ওয়ার্ডের সত্তরোর্ধ্ব ব্যক্তিদের বাড়িতে গিয়ে টিকা দেওয়ার কাজ শুরু হল। পৌরসভার পক্ষ থেকে প্রশাসক গোপাল শেঠ স্বাস্থ্যকর্মীদের হাতে টিকা তুলে দেন। স্বাস্থ্যকর্মীরা তালিকা ধরে ধরে বয়স্ক ব্যক্তিদের বাড়িতে পৌঁছে যান। তাঁদের সঙ্গে হেঁটে বয়স্ক ব্যক্তিদের বাড়িতে যান পৌর প্রশাসক ও পৌর বোর্ডের সদস্যরাও।


এবিষয়ে গোপাল শেঠ বলেন, "বনগাঁ পৌরসভার প্রশাসনের দায়িত্ব নিয়ে আমরা প্রশাসকমণ্ডলীর তরফে সিদ্ধান্ত নিয়েছিলাম যে পৌর এলাকার সত্তরোর্ধ্বদের বাড়িতে গিয়ে করোনার টিকা দেওয়া হবে। আজ তার শুভ সূচনা হল। আজ প্রায় 200 জন বয়স্ক ব্যক্তিদের টিকা প্রদান করা হল। যতদিন না পর্যন্ত ওয়ার্ডের সমস্ত বৃদ্ধ ব্যক্তিদের টিকা দেওয়া হচ্ছে , ততদিন পর্যন্ত এই টিকাকরণ কর্মসূচি চলবে ।"

দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি নিয়ে কী বললেন পৌরপ্রধান ?

আরও পড়ুন :হুগলিতে প্রথম আবাসনে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ

বাড়িতে বসে টিকা পেয়ে খুশি বয়স্করা। কল্লোলনরায়ণ মুখোপাধ্যায় নামে এক বৃদ্ধ ব্যক্তি বলেন," এই উদ্যোগের জন্য তাঁকে আমরা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে আমাদের বাড়ির তিনজন বয়স্ক মানুষের টিকাকরণ হয়েছে ৷’’

ABOUT THE AUTHOR

...view details