পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বনগাঁ লোকালে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক - শুক্রবার বনগাঁ লোকালে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ায়

মহিলা কামরায় একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পাওয়া যায় ৷ ব্যাগটি ঘিরে আতঙ্ক ছড়ায় ৷ ব্যাগে বোমা থাকতে পারে এই আশঙ্কায় যাত্রীরা কামরা থেকে নেমে পড়েন ৷ বোমাতঙ্ক ছড়ানোয় রেলের তরফে ট্রেনটি থামিয়ে দেওয়া হয় ।

train
train

By

Published : Nov 30, 2019, 8:49 AM IST

মধ্যমগ্রাম, 30 নভেম্বর : শুক্রবার রাতে বনগাঁ লোকালে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ায় ৷ পরে বম স্কয়্যাডের কর্মীরা এসে ব্যাগটি পরীক্ষা করেন ৷ কিন্তু কোনও বোমা পাওয়া যায়নি ৷

রাত 9টা 4 মিনিটের বনগাঁগামী ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়ে ৷ মধ্যমগ্রাম পৌঁছানোর পরে মহিলা কামরায় একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পাওয়া যায় ৷ ব্যাগটি ঘিরে আতঙ্ক ছড়ায় ৷ ব্যাগে বোমা থাকতে পারে এই আশঙ্কায় যাত্রীরা কামরা থেকে নেমে পড়েন ৷ বোমাতঙ্ক ছড়ানোয় রেলের তরফে ট্রেনটি থামিয়ে দেওয়া হয় । তারপর খবর দেওয়া হয় বম স্কয়্য়াডে ৷

দেখুন ভিডিয়ো...

বম স্কয়্যাডের কর্মীরা ঘটনাস্থানে গিয়ে রাত 11টা নাগাদ ব্যাগটি পরীক্ষা করেন । তবে ব্যাগে কোনও বম পাওয়া যায়নি ৷ রাত 11টার পর ট্রেনটি ছাড়ে ।

ABOUT THE AUTHOR

...view details