শাসন, 9 মে:পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ মঙ্গলবার শাসনে প্রাইমারি স্কুলের সামনে থেকে উদ্ধার হয়েছে ব্যাগ ভর্তি তাজা বোমা । বোমা উদ্ধারের খবর চাউর হতেই সর্দারআটি এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ ব্যাগের মধ্যে 8টি বোমা ছিল ৷ দুর্ঘটনা ঘটার আগেই বোম্ব ডিসপোজাল স্কোয়াড এসে বোম্বগুলি উদ্ধার করেছে ৷
পুলিশ সূত্রে খবর, শাসনে একটি প্রাথমিক স্কুলের সামনে থাকা একটি ব্যাগ থেকে 8টি বোমা উদ্ধার হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, বোমাগুলি নিষ্ক্রিয় করতে বোম্ব স্কোয়াডে খবর দেওয়া হয় ৷ বোম্ব স্কোয়াডের লোকজন এসে বোমাগুলি নিষ্ক্রিয় করেন ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি দুষ্কৃতীদের কাজ হয়ে থাকতে পারে । কোনও অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যে বোমাগুলি মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে । পাশাপাশি প্রাথমিক স্কুলের সামনে বোমাগুলি কীভাবে এল জানতেও তদন্ত শুরু হয়েছে ৷
আরও পড়ুন : নেই বম্ব স্কোয়াড, হাতে করেই বোমা উদ্ধার শান্তিনিকেতন পুলিশের