কাঁচরাপাড়া, ১৫ অগাস্ট : BJP কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি । অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । গতরাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ভূতবাগান রবীন্দ্রপল্লিতে । ঘটনায় জখম হয়েছেন সুরজিৎ সিং নামে এক BJP কর্মী । তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে । কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে তিনি চিকিৎসাধীন ।
BJP কর্মীর বাড়িতে বোমা ও গুলি, অভিযুক্ত তৃণমূল - bjp
BJP কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি । অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । গতরাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ভূতবাগান রবীন্দ্রপল্লিতে । ঘটনায় জখম হয়েছেন সুরজিৎ সিং নামে এক BJP কর্মী । তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে । কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে তিনি চিকিৎসাধীন ।
অভিযোগ, লোকসভা নির্বাচনে এলাকায় BJP ভালো ফল করার পর থেকেই অশান্তি শুরু হয় । বেছে বেছে BJP কর্মীদের বাড়িতে গিয়ে শাসানো ও হুমকি দেওয়া হয় । গতরাতে BJP কর্মী সুকান্ত গাঙ্গুলির বাড়ি লক্ষ্য করে বোমা মারা হয় ও গুলি চালানো হয় । হুমকি দেওয়া হয় বাড়ির লোকজনকে । বলা হয়, এলাকায় থাকতে গেলে BJP করা যাবে না । আজ সকালে সুকান্তবাবুর বাড়ির উঠোনে দুটি কৌটো বোমা পাওয়া যায় । বীজপুর থানার পুলিশ এসে সেগুলি উদ্ধার করে । এছাড়াও ওই এলাকা থেকে আরও পাঁচটি বোমা পাওয়া গেছে । পুলিশ সেগুলিও উদ্ধার করেছে । ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের পর্যবেক্ষক সুবোধ অধিকারীর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ।
যদিও সুবোধ অধিকারী সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, "BJP এই সন্ত্রাসের জন্য দায়ি। গতকাল এলাকায় ওদের পক্ষ থেকে একটি সভা করা হয়েছিল । এই সভা থেকেই উস্কানিমূলক বক্তব্যের জেরেই এই হামলা করেছে ।" গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ ।