পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আইএসএফ কর্মীর আমবাগানে উদ্ধার বালতি ভরতি বোমা - হাড়োয়া থানা

আইএসএফ কর্মীর আমবাগান থেকে বালতি ভরতি বোমা উদ্ধার করল হাড়োয়া থানার পুলিশ ৷ ঘটনার পর থেকে পলাতক আইএসএফের ওই দুই কর্মীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ ভোটের ফল প্রকাশের দু'দিনের মাথায় এই বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

আইএসএফ কর্মীর আমবাগানে উদ্ধার বালতি ভরতি বোমা, পলাতক দুই কর্মীর খোঁজে তল্লাশি পুলিশের
আইএসএফ কর্মীর আমবাগানে উদ্ধার বালতি ভরতি বোমা, পলাতক দুই কর্মীর খোঁজে তল্লাশি পুলিশের

By

Published : May 5, 2021, 2:36 PM IST

হাড়োয়া, 5 মে : ভোটের ফল প্রকাশের পরেই আইএসএফ কর্মীর আমবাগান থেকে মিলল বালতি ভর্তি বোমা । ঘটনার জেরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায় উত্তর 24 পরগনার হাড়োয়ার মাজমপুর গ্রামে । আইএসএফ কর্মী কুতুব মল্লিক এবং মসিদুল মল্লিকের আমবাগানে প্লাস্টিকের বালতিতে মুড়ে প্রায় 10 টি বোমা মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল বলে জানা গেছে । মাটি খুঁড়ে সেই সমস্ত বোমা উদ্ধার করে তা নিষ্ক্রিয় করে হাড়োয়া থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুব ও মসিদুল দু'জনেই আইএসএফের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এলাকায় । মঙ্গলবার সকালে আমবাগানে খেলতে গিয়ে মাটি খোঁড়া দেখে সন্দেহ হয় কয়েকজন শিশুর । তারাই বিষয়টি জানায় বাড়ির বড়দের । এরপর স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে আসে হাড়োয়া থানার পুলিশ ।মাটি খুঁড়তেই মেলে বালতি ভর্তি বোমা । ভোটের ফল প্রকাশের দু'দিনের মাথায় এই বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ঘটনার পর থেকে পলাতক আইএসএফের ওই দুই কর্মীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

আইএসএফ কর্মীর আমবাগানে উদ্ধার বালতি ভরতি বোমা

হাড়োয়া পুলিশ জানিয়েছে, দোষীদের গ্রেফতার করতে সবরকমের চেষ্টা চলছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

এই ঘটনায় তৃণমূলের অভিযোগ, "ভোটের সময় অশান্তি পাকানোর জন্যই বোমাগুলো মজুত করা হয়েছিল । এই ধরনের বোমা আরও মজুত রয়েছে হাড়োয়ার বিভিন্ন এলাকায় । পুলিশ তল্লাশি চালালেই খোঁজ মিলবে তার ।" পুলিশের কাছে বাকি মজুত থাকা বোমা উদ্ধারের দাবিও জানিয়েছে শাসক শিবির । তবে কি উদ্দেশ্যে এত বোমা মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশের তদন্তকারী দল । যদিও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি আইএসএফ নেতৃত্বের ।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দা মহম্মদ ইমতাজুল মোল্লা বলেন, "আমবাগানে মাঝেমধ্যেই শিশুরা খেলতে আসে । এদিনও তারা খেলতে এসেছিল এখানে । ফলে অসাবধানবশত কোনও ঘটনা ঘটতেই পারত । পুলিশ এসে বোমাগুলো নিষ্ক্রিয় করেছে ঠিকই । তবে আমরা যথেষ্ট আতঙ্কে রয়েছি । পুলিশ ঘটনায় জড়িত যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক,সেটাই আমরা চাই ।"

স্থানীয় তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা বলেন,"হাড়োয়াকে বোমার কারখানায় পরিণত করেছে আইএসএফের লোকজন । ভোটের সময়ও এখান থেকে বোমা সহ এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ । আইএসএফ এখানে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে ৷ পুলিশ প্রশাসনকে বলব, বোমা মজুতের অভিযোগে অবিলম্বে আইএসএফ কর্মীদের গ্রেফতার করা হোক ।"

আরও পড়ুন :সারি দিয়ে রাখা করোনায় মৃতদের দেহ, শিলিগুড়িতে সৎকারের গণদাহের আয়োজন

ABOUT THE AUTHOR

...view details