পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

jagatdal bombing : ফের উত্তপ্ত জগদ্দল, শাসকদলের দুই গোষ্ঠীর বোমাবাজিতে আহত 3 - দুই শাসকদলের গোষ্ঠীকোন্দল

উত্তর 24 পরগনার জগদ্দল ও ভাটপাড়ায় বোমাবাজি দিন দিন যেন বেড়েই চলেছে ৷ অধিকাংশ সময়ই খবরের শিরোনামে উঠে আসে জগদ্দলের বোমাবাজির ঘটনা ৷ 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে যেন ক্রমশ তা বৃদ্ধি পাচ্ছে ৷ গতকাল রাতে ফের বোমা বিস্ফোরণ ঘটে জগদ্দলে ৷ বোমার আঘাতে আহত 3 জন স্থানীয় বাসিন্দা ৷ স্থানীয় সূত্রে খবর, দুই শাসকদলের গোষ্ঠী কোন্দলকে ঘিরে ঘটনাটি ঘটেছে ৷

জগদ্দল
বোমাবাজি

By

Published : Aug 13, 2021, 1:02 PM IST

Updated : Aug 13, 2021, 1:16 PM IST

জগদ্দল, 13 অগস্ট : আবারও উত্তপ্ত জগদ্দল ৷ জগদ্দল থানার ১৫ নম্বর ওয়ার্ডের গোলঘর এলাকায় গতকাল রাতে ব্যাপক বোমাবাজি হয়। বোমার আঘাতে আহত 3 জন স্থানীয় বাসিন্দা। পরপর 10-12টি বোমা ফাটে বলে অভিযোগ স্থানীয়দের।

ঘটনাস্থল থেকে আরও বেশ কয়েকটি বোমা উদ্ধার করে জগদ্দল থানার পুলিশ। এই ঘটনার পর গোলঘর এলাকার দোকান-পাট আতঙ্কে বন্ধ করে দেন ব্যবসায়ীরা ৷ এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ সেখানে পৌঁছায়, স্থানীয় বাসিন্দাদের থেকে এমনটাই অভিযোগ উঠেছে।

ঘটনার সুত্রপাত ঘটে গতকাল সকালে বাঁশমোড় এলাকায় ৷ চাঁদা কাটা নিয়ে এক টোটোচালকের সঙ্গে ঝামেলা হয়। সেই ঘটনা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা হয়। রাতে সেই ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হয়। অতর্কিতে বোমাবাজি হওয়ায় বোমার আঘাতে জখম হন স্থানীয়রা।

উত্তপ্ত জগদ্দল, শাসকদলের দুই গোষ্ঠীর বোমাবাজি

আরও পড়ুন :Child Death: শাসনে খেলতে গিয়ে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

আহতদের স্থানীয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। স্থানীয় তৃণমূলের তরফে দাবি করা হয়, দুষ্কৃতীদের কাজের সঙ্গে দলের কোনও যোগ নেই। বহিরাগতরা এসে এ ঘটনা ঘটিয়েছে। জগদ্দলকে নতুন করে অশান্ত করার চেষ্টা চলছে ।

উল্লেখ্য এই জগদ্দল ও ভাটপাড়া অঞ্চলে 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে লাগাতার অশান্তিতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন ৷ বোমার আঘাতের তালিকা থেকে বাদ যায়নি পুলিশও ৷

Last Updated : Aug 13, 2021, 1:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details