জগদ্দল, 13 অগস্ট : আবারও উত্তপ্ত জগদ্দল ৷ জগদ্দল থানার ১৫ নম্বর ওয়ার্ডের গোলঘর এলাকায় গতকাল রাতে ব্যাপক বোমাবাজি হয়। বোমার আঘাতে আহত 3 জন স্থানীয় বাসিন্দা। পরপর 10-12টি বোমা ফাটে বলে অভিযোগ স্থানীয়দের।
ঘটনাস্থল থেকে আরও বেশ কয়েকটি বোমা উদ্ধার করে জগদ্দল থানার পুলিশ। এই ঘটনার পর গোলঘর এলাকার দোকান-পাট আতঙ্কে বন্ধ করে দেন ব্যবসায়ীরা ৷ এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ সেখানে পৌঁছায়, স্থানীয় বাসিন্দাদের থেকে এমনটাই অভিযোগ উঠেছে।
ঘটনার সুত্রপাত ঘটে গতকাল সকালে বাঁশমোড় এলাকায় ৷ চাঁদা কাটা নিয়ে এক টোটোচালকের সঙ্গে ঝামেলা হয়। সেই ঘটনা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা হয়। রাতে সেই ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হয়। অতর্কিতে বোমাবাজি হওয়ায় বোমার আঘাতে জখম হন স্থানীয়রা।