জগদ্দল, 27 নভেম্বর: জগদ্দলে বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে বোমাবাজির (Bombing in Jagaddal Over Playing Sound Box) অভিযোগ ৷ ঘটনায় দু’পক্ষের 4 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের জগদ্দল মোমিনপাড়া এলাকায় শনিবার বেশি রাতে ঘটনাটি ঘটেছে ৷ জগদ্দল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ বোমাবাজির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ আহতদের একজনকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, জগদ্দলের মোমিনপাড়া এলাকায় একটি বিয়ে বাড়ি ছিল ৷ সেখানে উচ্চস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করেন স্থানীয়রা ৷ জানা গিয়েছে, যেখানে বিয়ের অনুষ্ঠান ছিল, সেটি এক সেনাকর্মীর বাড়ি ৷ স্থানীয়দের অভিযোগ সেনায় কর্মরত ওই ব্যক্তি ছুটিতে বাড়িতে এলেই তাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন ৷ গতকাল রাতেও বিয়ে বাড়িতে উচ্চস্বরে বক্স বাজানো নিয়ে গন্ডগোলের সূত্রপাত হয় ৷ প্রথমে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷ সেই বচসা ক্রমে হাতাহাতিতে গড়ায় ৷ এই পরিস্থিতিতে স্থানীয় কিছু দুষ্কৃতী হঠাৎই বোমাবাজি শুরু করে বলে অভিযোগ ৷