হালিশহর, 30 মার্চ : তোলাবাজিতে বাধা, হালিশহরের যুব তৃণমূল নেতা তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান শুভঙ্কর ঘোষের বাড়ির সামনে বোমাবাজি (Bombing at Halisahar) ৷ স্থানীয় সূত্রে খবর, গত 10 বছর ধরে এলাকায় তোলাবাজদের উপদ্রব ৷ তা নিয়ে বেশ কিছুদিন ধরে 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভঙ্কর ঘোষের সঙ্গে তাঁদের ঝামেলা ।
সম্প্রতি এক ব্যবসায়ীর কাছ থেকে তোলা চেয়েছিল স্থানীয় বাসিন্দা অমিত এবং তাঁর দলবল । তাতে বাধা দিয়েছিলেন শুভঙ্কর ৷ তার জেরেই এই বোমাবাজির ঘটনা ৷ এর আগেও বেশ কয়েকবার তাঁর বাড়ির সামনে বোমাবাজি করা হয়েছে ৷