পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাঁকিনাড়ায় ফের বোমাবাজি, জখম 3 - police

আজ বিকেল 4 টা 30 মিনিট নাগাদ হঠাৎ এলাকায় শুরু হয় বোমাবাজি ৷ স্থানীয় সূত্রে খবর, দুষ্কৃতীদের দু'টি দলের মধ্যে চলে বোমাবাজি ৷ যদিও এর পিছনে অন্যকোনও কারণ রয়েছে কি না এখনও জানা যায়নি ৷

কাঁকিনাড়ায় ফের বোমাবাজি

By

Published : Jul 30, 2019, 10:14 PM IST

কাঁকিনাড়া, 30 জুলাই : ফের অশান্ত কাঁকিনাড়া ৷ 12 নম্বর লাইনে ব্যপক বোমাবাজি ৷ দুষ্কৃতীদের বোমাবাজির জেরে জখম এলাকার তিনজন ৷ এলাকায় মোতায়েন ভাটপাড়া থানার পুলিশ ও RAF ৷

আজ বিকেল 4 টা 30 মিনিট নাগাদ হঠাৎ এলাকায় শুরু হয় বোমাবাজি ৷ স্থানীয় সূত্রে খবর, দুষ্কৃতীদের দু'টি দলের মধ্যে চলে বোমাবাজি ৷ যদিও এর পিছনে অন্যকোনও কারণ রয়েছে কি না এখনও জানা যায়নি ৷ তবে এর পিছনে কোনও রাজনৈতিক যোগ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ ৷

ঘটনায় জখম এক মহিলাসহ তিনজন ৷ তাঁদের ভাটপাড়া স্টেট জেনারাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে অবস্থার অবনতি হলে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details