পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 22, 2020, 1:36 AM IST

ETV Bharat / state

ভাটপাড়ায় পার্টি অফিস পুনর্দখলকে কেন্দ্র করে বোমাবাজি

BJP-র অভিযোগ, ওই পার্টি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় BJP বিধায়ক পবন সিংকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ পালটা তৃণমূলের অভিযোগ, পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ গুহকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় ৷

bombing at Bhatpara on capturating a party office
ভাটপাড়ার বোমাবাজি

ভাটপাড়া, 22 জানুয়ারি : পার্টি অফিস দখলকে কেন্দ্র করে বোমাবাজি ৷ উত্তপ্ত ভাটপাড়া ৷

ভাটপাড়া পৌরসভা পুনরুদ্ধারের পর মঙ্গলবার রাতে পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের সুন্দিয়াপাড়া এলাকার একটি পার্টি অফিস দখল করতে যায় তৃণমূল কর্মী সমর্থকরা ৷ সে সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন ভাটপাড়ার BJP বিধায়ক পবন সিং । BJP-র অভিযোগ, তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ পবন সিং জানান, তিনি পার্টি অফিস দখলের খবর পেয়ে ওই পথ দিয়ে যখন যাচ্ছিলেন তখন তাঁর গাড়ি লক্ষ্য করে তৃণমূলের পক্ষ থেকে দু'টি বোমা ছোঁড়া হয় । অল্পের জন্য রক্ষা পান তিনি ৷ জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷

এদিকে তৃণমূলের বক্তব্য, তারা নিজেদের পার্টি অফিস পুনর্দখল করতে গিয়েছিল ৷ অভিযোগ, সে সময় পবন সিং-এর গাড়ি থেকে ওই পার্টি অফিসের সামনে বোমা ছোঁড়া হয় । 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ গুহ বলেন, "এটা আমাদেরই পার্টি অফিস ছিল ৷ গত বছর 23 মে আমাদের এই পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল ৷ সমস্ত নথি পুড়িয়ে দেওয়া হয়েছিল ৷ আমাদের পার্টি অফিস দখল করেছিল ৷ আজ আমরা পুনর্দখল করতে এসেছিলাম ৷ মূলত আমাকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় ৷ " তিনি আরও বলেন,"এখানকার মানুষ আগে এসব দেখেনি ৷ অর্জুন সিংয়ের সৌজন্যে দেখছে ৷ কিন্তু আমরা তাতে বিন্দুমাত্র বিচলিত নই ৷ আমরা মানুষের কাজের জন্যই এই অফিসটা ব্যবহার করব ৷ "

বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

উল্লেখ্য, দীর্ঘ টানাপোড়েনের পর গতকালই ভাটপাড়া পৌরসভা পুনর্দখল করে তৃণমূল কংগ্রেস ৷ পৌরপ্রধান নির্বাচিত হন 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরুণ বন্দ্যোপাধ্যায় ।

ABOUT THE AUTHOR

...view details