বাদুড়িয়া, 27 ফেব্রুয়ারি: ভোট (Bengal civic polls 2022) শুরুর কয়েক ঘণ্টা আগেই বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার বাদুড়িয়া (North 24 parganas news)। তৃণমূল প্রার্থী এনামুল ইসলামের বাড়ির সামনে বোমাবাজি করা হয় বলে অভিযোগ । অভিযোগের তির 10 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীর মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে । ভোটের আগে এলাকায় সন্ত্রাস ছড়াতেই দুষ্কৃতীরা বোমাবাজি (Bombing at Baduria before election) করে বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর পরিবারের ।
অভিযোগ, শনিবার রাতে ওই তৃণমূল প্রার্থীর বাড়ির সামনের ও পিছনের দিকে দুটি বোমা ছুড়ে পালায় দুষ্কৃতীরা । বোমাবাজির জেরে তৃণমূল প্রার্থীর বাড়ির জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায় । আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন পরিবারের লোকজন । ঘটনার সময় তৃণমূল প্রার্থী ভোটের কাজে বাড়ির বাইরে ছিলেন ।