পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাঁকিনাড়ায় BJP-র মহিলা কর্মীর বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ - BJP mahila

গতকাল রাতে কাঁকিনাড়ায় এক BJP মহিলা কর্মীর বাড়িতে বোমা । কে বা কারা ঘটনায় জড়িত তা এখনও জানা যায়নি । তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ ।

দুর্গারানি দেঘোষ

By

Published : Jul 8, 2019, 6:42 PM IST

Updated : Jul 8, 2019, 11:38 PM IST

ভাটপাড়া, 8 জুলাই : কাঁকিনাড়ায় BJP মহিলা কর্মীর বাড়িতে ফেলা হল বোমা । ঘটনাটি কাঁকিনাড়ার সুন্দিয়া হাউসিং এস্টেটের । গতকাল গভীর রাতে স্থানীয় BJP কর্মী দুর্গারানি দেঘোষের বাড়ির ছাদে বোমা ছোড়ে দুষ্কৃতীরা, অভিযোগ এমনটাই । বাড়িটি সেভাবে ক্ষতিগ্রস্ত না হলেও আতঙ্কে রয়েছে তাঁর পরিবার । গতকাল রাতেই দুর্গারানি ও তাঁর স্বামী ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন । শুরু হয়েছে তদন্ত ।

2013 সাল থেকে BJP-র সক্রিয় কর্মী দুর্গারানি । তিনি এলাকায় মুকুল রায় ঘনিষ্ঠ বলে পরিচিত । গতকাল রাতে কাজ সেরে বাড়ি ফিরে ছাদে উঠেছিলেন তিনি । সেই সময় ওই ছাদে বোমা মেরে পালায় কয়েকজন দুষ্কৃতী । তিনি দূরে থাকায় তাঁর কোনও ক্ষতি হয়নি । তবে, বাড়িতে সেসময়ে আর কেউ না থাকায় খানিকটা ভয়ই পেয়েছিলেন বলে জানান তিনি । কে বা কারা এই ঘটনায় জড়িত তা আন্দাজ করতে পারেননি দুর্গারানি । সেভাবে কোনও রাজনৈতিক দলের নামও এক্ষেত্রে তাঁর মুখে শোনা যায়নি ।

ভাটপাড়া, কাঁকিনাড়া অঞ্চলে অশান্তির জেড়ে কার্যত ঘুম উড়ে গিয়েছিল এলাকাবাসীর । পরিস্থিতি সামাল দিতে পালটানো হয়েছে ব্যারাকপুর কমিশনারেটকে । একের পর এক শান্তি মিছিল হলেও পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লেগেছে অনেকটা । তবুও আতঙ্ক পিছু ছাড়েনি অনেকেরই । এরই মধ্যে গতকালের ঘটনা আজ সকালে জানাজানি হতেই ফের এলাকার শান্তিশৃঙ্খলা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন ।

দেখুন কী বললেন দুর্গারানি
Last Updated : Jul 8, 2019, 11:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details