পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেললাইনসহ বারাসতের তিন জায়গা থেকে বোমা উদ্ধার - bomb resue hridoypur

হৃদয়পুর স্টেশনের অদূরে রেললাইনের পাশে একটি ড্রাম থেকে পাওয়া যায় তিনটি বোমা । অন্যদিকে বারাসত হেলাবটতলা ও বারাসত কারশেডের কাছে উদ্ধার করা হয়েছে বোমা ।

image
বোমা উদ্ধার

By

Published : Jan 8, 2020, 8:51 PM IST

বারাসত, 8 জানুয়ারি : বনধের সকালে বারাসতের পৃথক তিনটি জায়গা থেকে উদ্ধার করা হল বোমা । এ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।

আজ ভোরবেলা বনগাঁ-শিয়ালদা শাখার হৃদয়পুর স্টেশনের অদূরে রেললাইনের পাশে একটি ড্রাম পড়ে থাকতে দেখা যায় । রেললাইনের পাশে বসবাসকারী ঝুপড়িবাসীরা প্রথমে তা লক্ষ্য করে । কাছে যেতেই ড্রামের ভিতর তিনটি বোমা দেখে তারা। সেই সময় সকাল ৬.২৫-এর ডাউন দত্তপুকুর লোকাল হৃদয়পুর স্টেশনে ঢুকছিল। বোমার চিৎকারে দাঁড়িয়ে পড়ে ডাউন ট্রেনটি । আপ লাইনেও দাঁড়িয়ে যায় অন্য একটি ট্রেন। হুলুস্থুল পড়ে যায় যাত্রীদের মধ্যে । অনেকেই আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে পড়েন । খবর যায় বারাসত GRP র কাছে । সেখান থেকে রেল পুলিশ এসে ড্রামের মধ্যে থাকা বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যায়। ঘটনার জেরে প্রায় কুড়ি মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে । পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয় । এ প্রসঙ্গে ওই ট্রেনের যাত্রী শিখা মণ্ডল বলেন, "প্রথমে ভেবেছিলাম কেউ কাটা পড়েছে বলে ট্রেনটি দাঁড়িয়ে গেছে । পরে শুনলাম রেললাইনের উপর বোমা পাওয়া গেছে । কিছুদিন আগেই যেভাবে ট্রেনে আগুন ধরানো হয়েছিল, তারপর এই ঘটনার পর আমরা যথেষ্ট আতঙ্কিত ।"

দেখুন ভিডিয়ো

অন্যদিকে , সকালে বারাসত হেলাবটতলার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে একটি গ্রামের মধ্যে ২টি তাজা বোমা পাওয়া যায় । পুলিশ এসে বোমাগুলি সরিয়ে নিয়ে যায় । একইভাবে বারাসত কারশেডের কাছেও বোমা উদ্ধার হয় ।

ABOUT THE AUTHOR

...view details