আমডাঙা, 27 নভেম্বর: কোথায়ও বোমাবাজি! আবার কোথাও বোমা উদ্ধার! পঞ্চায়েত ভোট এগিয়ে আসার সঙ্গে রাজ্যে বাড়ছে এই ধরনের ঘটনা (bomb recover at Amdanga) ৷ মাত্র একদিন আগেই ভাটপাড়ায় বোমাবাজি হয় ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটেতই এবার উত্তর 24 পরগনার আমডাঙায় মিলল তাজা বোমা। ঝোপের মধ্যে থেকে দু‘টি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । ঘটনার জেরে রবিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কারা কী কারণে ঝোপের মধ্যে বোমা রেখেছিল তা খতিয়ে দেখছে আমডাঙা থানার পুলিশ । তবে,পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় যথারীতি রাজনীতির পারদ চড়তে শুরু করেছে আমডাঙা থানা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে নীলগঞ্জ রোড এলাকার রাস্তার ধারে ঝোপের মধ্যে গোলাকার কিছু বস্তু পড়ে থাকতে দেখা যায়। যা দেখে সন্দেহ হয় পথচলতি কয়েকজনের। এগিয়ে যেতেই বোঝা যায়, ঝোপের মধ্যে পড়ে রয়েছে দুটি তাজা বোমা। পথচারীরাই খবর দেন পুলিশে ৷ খবর পেয়ে আমডাঙা থানার পুলিশ ও বোম্বস্কোয়াড ঘটনাস্থলে পৌঁছয় ৷ উদ্ধার হয় দু‘টি তাজা বোমা।
Bomb Recover: আমডাঙায় মিলল তাজা বোমা, এলাকায় চাঞ্চল্য - জায়গায় জায়গায় বোমা উদ্ধার
পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই রাজ্যে বোমা উদ্ধারের ঘটনা বাড়ছে (bomb recover at Amdanga) ৷ কয়েকদিন আগেই ভাটপাড়ায় বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয় ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আমডাঙাতে উদ্ধার হল দু‘টি তাজা বোমা ৷
![Bomb Recover: আমডাঙায় মিলল তাজা বোমা, এলাকায় চাঞ্চল্য Bomb Recover](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-17044961-thumbnail-3x2-bomb.jpg)
ETV Bharat
আরও পড়ুন: 45টি তাজা বোমা-বন্দুক ও গুলি উদ্ধার