পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হালিশহরে উদ্ধার 6টি বোমা - Halisahar

ছ'টি বোমা উদ্ধার হালিশহরে৷ ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি ৷ শুরু হয়েছে তদন্ত ৷

উদ্ধার বোমা

By

Published : Jul 29, 2019, 6:49 PM IST

হালিশহর, 29 জুলাই: হালিশহর স্টেশন রোডের পাশে চৌমাথা বাজার এলাকার একটি দোকানের পিছনের ঝোপ থেকে উদ্ধার ছ'টি বোমা ৷ গোপনসূত্রে খবর পেয়ে বীজপুর থানার পুলিশ সেগুলি উদ্ধার করে ৷ উদ্ধার হয়েছে বোমা তৈরির সামগ্রীও ৷ তবে কে বা কারা এই বোমা মজুত করেছিল তা এখনও জানা যায়নি ৷ তদন্ত শুরু হয়েছে ৷

গোপন সূত্রে ওই এলাকায় বোমা থাকার খবর পায় বীজপুর থানার পুলিশ ৷ এরপর দুপুর দু'টো নাগাদ সেগুলি উদ্ধার করা হয় ৷ তবে কে বা কারা বোমাগুলি রেখে গেছিল সে বিষয়ে এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ ঘটনার পেছনে রাজনৈতিক যোগ রয়েছে কি না তাও স্পষ্ট নয় ৷ বিষয়টি নিয়ে স্থানীয়রাও মুখ খোলেননি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details