কাঁকিনাড়া, 12 জুলাই : কাঁকিনাড়া স্টেশনের কাছে রেল কোয়ার্টারে দুষ্কৃতীদের বোমাবাজি । পরপর চারটি বোমা ছোড়ে তারা । অল্পের জন্য রক্ষা পায় এলাকাবাসী । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
কাঁকিনাড়ায় বোমাবাজি; জগদ্দলে পুলিশের গুলিতে খতম দুষ্কৃতী - bomb charge in Kakinara
কাঁকিনাড়া রেল কোয়ার্টারে বোমাবাজি । এদিকে জগদ্দলে পুলিশের গুলিতে খতম কুখ্যাত দুষ্কৃতী প্রভু সাউ ।
কাঁকিনাড়া
কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে সন্দিহান এলাকাবাসী । বারবার উত্তেজনা তৈরি হওয়ায় ক্ষোভও বাড়ছে ।
এদিকে, আজ দুপুরেই জগদ্দল জিলাবি মাঠে প্রভু সাউ নামে এক দুষ্কৃতীকে পুলিশ ধরতে যায় । পুলিশকে লক্ষ্য করে সে গুলি চালায় । পুলিশ পালটা গুলি চালালে তার মাথায় গুলি লাগে । রক্তাক্ত অবস্থায় ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে যায় । চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।
Last Updated : Jul 13, 2019, 12:08 AM IST