ভাটপাড়া, 31 অক্টোবর : কালীপুজোর নিরঞ্জনে যাওয়ার সময় দুষ্কৃতীদের সঙ্গে বচসা বাধে এলাকার বাসিন্দাদের ৷ তারপরই দলবল নিয়ে এসে চড়াও হয় তারা ৷ শুরু বোমাবাজি ৷ ঘটনাটি ভাটপাড়া থানার বারুইপাড়া এলাকার ৷
ভাটপাড়ায় কালীপুজোর নিরঞ্জনে বোমাবাজি - কালীপুজো নিরঞ্জনে বোমাবাজি
কালীপুজোর নিরঞ্জনে যাওয়ার সময় দুই বাইক আরোহীর সঙ্গে স্থানীয়দের বচসা বাধে ৷ শোভাযাত্রাকে লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি ৷ দুষ্কৃতীরা পাঁচটি বোমা ছোড়ে বলেও অভিযোগ ৷
ভাটপাড়ায় বোমাবাজি
গতরাতে কালীপুজোর নিরঞ্জনে যাওয়ার সময় দুই বাইক আরোহীর সঙ্গে স্থানীয়দের বচসা বাধে ৷ প্রথমে সেখান থেকে তারা চলে গেলেও পরে দলবল নিয়ে এলাকায় আসে ৷ নিরঞ্জনের শোভাযাত্রাকে লক্ষ্য করে বোমাবাজি শুরু করে ৷ পাঁচটি বোমা ছোড়ে ৷ তবে, ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷
খবর পেয়ে ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভাটপাড়া থানার পুলিশ ৷ এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ৷ চলছে পুলিশি টহলও ৷ তবে কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
Last Updated : Oct 31, 2019, 10:12 AM IST