পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শাসনে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, জখম তিন দুষ্কৃতী

গুরুতর জখম জাহাঙ্গির আলি, সাবির আলি ও মিজানুর ইসলামকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে । কিন্তু, অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে । সেখানেই বর্তমানে চিকিৎসাধীন ওই তিন দুষ্কৃতী ।

primary school
primary school

By

Published : Jun 27, 2021, 5:58 PM IST

শাসন , 27 জুন : শাসনে প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরের ভিতরে বোমা বিস্ফোরণ । তীব্রতায় খসে পড়ল স্কুলের দেওয়ালের পলেস্তারা । বিস্ফোরণে জখম হয়েছে তিন দুষ্কৃতী । তাদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । পরিত্যক্ত ওই স্কুল ঘরে দুষ্কৃতীরা বোমা বাঁধছিল বলে অভিযোগ । সেই সময় ঘটে বিস্ফোরণ ।

শাসনের পাকদহের বালিপুর বজবজিয়া শিশু শিক্ষাকেন্দ্র । করোনার আবহে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে স্কুলের পঠন-পাঠন । অভিযোগ, এই সুযোগে দুষ্কৃতীদের আখড়া হয়ে উঠেছে স্কুলবাড়ি । বন্ধ স্কুল ঘরেই চলত বিভিন্ন অসামাজিক কার্যকলাপ‌ । স্কুলেরই একটি পরিত্যক্ত ঘরে শনিবার রাতে জড়ো হয়েছিল জনা কয়েক দুষ্কৃতী । তারা সকলেই এলাকার বাসিন্দা । সেখানে তারা বোমা বাঁধছিল বলে গ্রামবাসীদের অভিযোগ ।

গভীর রাতে বিস্ফোরণের তীব্র আওয়াজে ঘুম ভেঙে যায় গ্রামবাসীদের । তাঁরা বিষয়টি খতিয়ে দেখতে স্কুলের দিকে যান ৷ স্কুলের সামনে পৌঁছালে তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ । কিছুক্ষণ পর গ্রামবাসীরা স্কুলে গিয়ে দেখেন পরিত্যক্ত ঘরে পড়ে রয়েছে তিন দুষ্কৃতীর রক্তাক্ত দেহ । বাকিরা পালিয়েছে ৷

গুরুতর জখম জাহাঙ্গির আলি, সাবির আলি ও মিজানুর ইসলামকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে । কিন্তু, অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে । সেখানেই বর্তমানে চিকিৎসাধীন ওই তিন দুষ্কৃতী ।

শাসনে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ

মহম্মদ মসিয়ার রহমান নামে এক গ্রামবাসী বলেন, "গ্রামের শিশুরা পড়াশোনা করে ওই প্রাইমারি স্কুলে । পাশেই একটি পরিত্যক্ত ঘর খোলা রয়েছে । সেখানেই স্থানীয় দুষ্কৃতীরা জড়ো হয়ে বোমা বাঁধছিল । আমরা চাই পুলিশ খতিয়ে দেখুক এরা কারা ৷" আহত সাবির আলির এক আত্মীয় বলেন," মহম্মদ আরিফ আলি সাবিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । তারপর কী হয়েছে বলতে পারব না । "

খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে যায় শাসন থানার পুলিশ । বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলের পরিত্যক্ত ঘরটি । এলাকায় চলছে পুলিশের টহলও । শাসন থানার পুলিশ জানিয়েছে, কারা ওই পরিত্যক্ত স্কুল ঘরে বোমা বাঁধছিল তা খতিয়ে দেখা হচ্ছে । চিকিৎসাধীন দুষ্কৃতীরা সুস্থ হলে জেরা করে এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হবে । পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

আরও পড়ুন : রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে গোর্খাল্যান্ড ইস্যুতে হাওয়া নীরজ জিম্বার

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই শাসনের পাকদহের একটি পুকুরের ধার থেকে প্রায় 30টি বোমা উদ্ধার হয়েছিল । এবার একেবারে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ । ঘটনাস্থল সেই পাকদহ ।

ABOUT THE AUTHOR

...view details