শাসন , 27 জুন : শাসনে প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরের ভিতরে বোমা বিস্ফোরণ । তীব্রতায় খসে পড়ল স্কুলের দেওয়ালের পলেস্তারা । বিস্ফোরণে জখম হয়েছে তিন দুষ্কৃতী । তাদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । পরিত্যক্ত ওই স্কুল ঘরে দুষ্কৃতীরা বোমা বাঁধছিল বলে অভিযোগ । সেই সময় ঘটে বিস্ফোরণ ।
শাসনের পাকদহের বালিপুর বজবজিয়া শিশু শিক্ষাকেন্দ্র । করোনার আবহে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে স্কুলের পঠন-পাঠন । অভিযোগ, এই সুযোগে দুষ্কৃতীদের আখড়া হয়ে উঠেছে স্কুলবাড়ি । বন্ধ স্কুল ঘরেই চলত বিভিন্ন অসামাজিক কার্যকলাপ । স্কুলেরই একটি পরিত্যক্ত ঘরে শনিবার রাতে জড়ো হয়েছিল জনা কয়েক দুষ্কৃতী । তারা সকলেই এলাকার বাসিন্দা । সেখানে তারা বোমা বাঁধছিল বলে গ্রামবাসীদের অভিযোগ ।
গভীর রাতে বিস্ফোরণের তীব্র আওয়াজে ঘুম ভেঙে যায় গ্রামবাসীদের । তাঁরা বিষয়টি খতিয়ে দেখতে স্কুলের দিকে যান ৷ স্কুলের সামনে পৌঁছালে তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ । কিছুক্ষণ পর গ্রামবাসীরা স্কুলে গিয়ে দেখেন পরিত্যক্ত ঘরে পড়ে রয়েছে তিন দুষ্কৃতীর রক্তাক্ত দেহ । বাকিরা পালিয়েছে ৷
গুরুতর জখম জাহাঙ্গির আলি, সাবির আলি ও মিজানুর ইসলামকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে । কিন্তু, অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে । সেখানেই বর্তমানে চিকিৎসাধীন ওই তিন দুষ্কৃতী ।