পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mountaineer Body Recovered: উত্তরাখন্ডে উদ্ধার কাঁচরাপাড়ার নিখোঁজ পর্বতারোহীর দেহ - body of the missing mountaineer recovered

দশদিন পেরিয়ে গেলেও দেহ বাড়িতে ফেরা নিয়ে অনিশ্চয়তা নিখোঁজ পর্বতারোহীর পরিবারে (Mountaineer Body Recovered)৷ উত্তরাখন্ডে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ হয়ে যান কাঁচরাপাড়ার বাসিন্দা সৌরভ বিশ্বাস ৷ তারপর থেকে এখনও তাঁর দেহ বাড়িতে ফেরানো হয়নি ৷

Etv Bharat
মৃত নিখোঁজ পর্বতারোহী

By

Published : Oct 14, 2022, 10:51 PM IST

কাঁচরাপাড়া, 14 অক্টোবর: উত্তরাখন্ডে পাহাড় ট্রেকিং করতে গিয়ে ছয় দিন ধরে নিখোঁজ থাকার পর 10 অক্টোবর উদ্ধার হল কাঁচড়াপাড়ার বাসিন্দা সৌরভ বিশ্বাসের দেহ(Body of the Missing Mountaineer of Kanchrapara recovered from Uttarakhand)৷ তবে কবে সেই দেহ বাড়িতে আসবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গিয়েছে ৷

12 সেপ্টেম্বর উত্তর কাশির উত্তরাখন্ডের নেহেরু ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিংতে পাহাড় ট্রেকের অনুশীলন করতে বাড়ি থেকে বেড়িয়েছিল কাঁচরাপাড়া ধানকল ডিফেন্স কলোনির বাসিন্দা সৌরভ বিশ্বাস । 10 দিন হয়ে গেলেও এখনও তার দেহ বাড়িতে এসে পৌঁছল না ৷ সৌরভকে শেষ দেখের জন্য দিনরাত খাওয়া ঘুম উজাড় করে পথ চেয়ে বসে আছে বিশ্বাস পরিবার এবং তাঁদের পরিজনরা ।

আরও পড়ুন :ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ চার বাঙালি পর্বতারোহীকে জীবিত অবস্থায় উদ্ধার বায়ুসেনার

সৌরভের পরিবারের তরফে চরম গাফিলতির অভিযোগ উত্তর কাশির নেহেরু ইন্সটিটিউট অফ মাউন্টেইনিয়ারিংয়ের বিরুদ্ধে । 10 দিন পেরিয়ে গেলেও কেন তাঁরা সৌরভের দেহ বাড়িতে পৌঁছতে পারলেন না ৷ মুখ্যমন্ত্রীর কাছে বিশ্বাস পরিবার তাঁদের ছেলেকে অতি শীঘ্রই ফিরে পেতে আবেদন জানিয়েছেন । তবে মৃত সৌরভের পরিজনদের অভিযোগ, 27 জনের মৃত্যু ও দু'জন নিখোঁজ থাকা সত্ত্বেও তাঁদের উদ্ধার না করে, কী করে 18 অক্টোবরই আবার ট্রেকিং অনুশীলন শুরু করে ?

দেহ উদ্ধার নিয়ে নিখোঁজ পর্বতারোহীর বন্ধুর বক্তব্য
তবে পরিবারে কাছে 4 অক্টোবর খবর আসে, দ্রপোদি কা ডান্ডা-2 পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে । সৌরভ বিশ্বাস নিখোঁজ হয়ে গিয়েছে ৷ তারপর থেকে 10 অক্টোবর পর্যন্ত কোনও খবর পাওয়া না যাওয়ায় উৎকণ্ঠায় নিখোঁজ পর্বতারোহী সৌরভের পরিবার ৷

আরও পড়ুন :ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ চার বাঙালি পর্বতারোহীকে জীবিত অবস্থায় উদ্ধার বায়ুসেনার

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details