হাবড়া, 6 সেপ্টেম্বর: প্রজেক্ট আনতে যাওয়া কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়েছিল পড়ুয়া। একদিন পর পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার ক্ষীরাই রেল স্টেশনের কাছে রেল লাইনের পাশ থেকে পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের খবর আসে হাবড়ার বাড়িতে। নিহত এই পড়ুয়ার নাম স্বাগত বনিক। শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের প্রথম বর্ষের পড়ুয়া স্বাগত। ছোট থেকে এলাকায় মেধাবী ছাত্র হিসাবে পরিচিত এবং শান্ত স্বভাবের বলেও স্থানীয়দের দাবি ৷ মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে। ঘটনার পর অবশ্য বন্ধুদের দিকে আঙুল তুলছেন স্বাগত'র বাবা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, 19 বছর বয়সি স্বাগত ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল। উচ্চ মাধ্যমিকের পর শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজে স্ট্যাটিসটিক্সে অনার্স নিয়ে ভরতি হন। স্বাগতর বাবা বুধবার জানান, ছেলে সুরেন্দ্রনাথ কলেজের প্রথম বর্ষের ছাত্র। তার দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা চলছে। শিয়ালদায় প্রজেক্ট বাইন্ডিং করতে দেওয়া আছে আনতে যাচ্ছে, বাড়িতে এমনটাই জানিয়ে রবিবার দুপুর আড়াইটে নাগাদ হাবড়ার বাড়ি থেকে বেড়িয়েছিল স্বাগত। রবিবার সন্ধ্যা গড়িয়ে রাত হলেও ছেলে বাড়ি ফিরছে না-দেখে দুশ্চিন্তায় পরে পরিবার। এরপর মধ্যরাতে হাবড়া থানায় নিখোঁজ ডায়েরি করে স্বাগত'র পরিবার।