মসলন্দপুর, 27 মার্চ : জন্মদিনের দিন বাড়িতে এল সেনা জওয়ানের কফিনবন্দি দেহ । রাজস্থানে ট্রেনিংয়ে যাওয়ার সময় 24 মার্চ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল 36 বছর বয়সী দেবকুমার ভট্টাচার্যের৷ শুক্রবার বিকালে তাঁর কফিনবন্দি দেহ উত্তর ২৪ পরগনার মসলন্দপুরের বাড়িতে নিয়ে আসা হয় ৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, মেধাবী দেবকুমার ছোটবেলা থেকেই দেশের হয়ে কাজ কারায় আগ্রহী ছিলেন। সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য কঠোর পরিশ্রমও করেন। মাত্র ২০ বছর বয়সে তিনি সেনাবাহিনীতে ভর্তি হন । দীর্ঘদিন দিল্লিতে কর্মরত ছিলেন তিনি। বিশেষ প্রশিক্ষণের জন্য 24 তারিখ দেবকুমার ও তাঁর 7 সহকর্মীরা রাজস্থানের যাচ্ছিলেন। গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় তাঁদের গাড়ি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। যার মধ্যে দেবকুমার ছিলেন। আহত হন তাঁর বাকি সহকর্মীরাও। বৃহস্পতিবার সকাল সাড়ে 11 টা নাগাদ ফোনে ছেলের মৃত্যু সংবাদ পান পরিবারের সদস্যরা। শুক্রবার বিকালে তাঁর কফিনবন্দি দেহ মসলন্দপুরের বেলেডাঙার তুলসী বাগানের বাড়িতে আসার পর কান্নার রোল পড়ে যায়। সমবেদনা জানাতে দেবকুমারের বাড়িতে আসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসকুমার ঘোষ, পঞ্চায়েতের সদস্যরা ও মছলন্দপুর এক্স আর্মি ইউনিয়নের সভাপতি সুধীর নাগ সহ অবসরপ্রাপ্ত জওয়ানরা। রাতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।