খরদহ, 5 অক্টোবর : খড়দার আদর্শপল্লির বাড়িতে পৌঁছাল মৃত BJP নেতা মণীশ শুক্লার দেহ । রাত পৌনে ন'টা নাগাদ দেহ এসে পৌঁছায় । তাঁর দেহ এলাকায় পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন অনুগামীরা । দেহ নিয়ে এলাকায় ঢোকার পর নতুন করে যাতে পরিস্থিতি উত্তপ্ত না হয় সে কারণে সতর্ক রয়েছে পুলিশ । রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশ ও কমব্যাট ফোর্স ।
খড়দার বাড়িতে মৃত BJP নেতার দেহ, এলাকায় মিছিল
দেহ নিয়ে এলাকায় ঢোকার পর নতুন করে যাতে পরিস্থিতি উত্তপ্ত না হয় সে কারণে সতর্ক পুলিশ । রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশ ও কমব্যাট ফোর্স ।
আজ হাসপাতাল থেকে বের করার পর প্রথমে মৃতদেহ নিয়ে যাওয়ার কথা ছিল রাজভবনে । পরে সেখান থেকে দলীয় সদর কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা ছিল । BJP নেতারা জানিয়েছেন, রাজ্যে আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতির ছবি তুলে ধরতে মণীশের দেহ রাজভবনে নিয়ে যেতে চান তাঁরা । সেইমতো মণীশ শুক্লার দেহ নিয়ে রাজভবনের উদ্দেশে রওনা দেওয়া হয় । কিন্তু রাজভবনে যাওয়ার আগেই এলিট সিনেমার সামনে ব্যারিকেড করে পথ আটকায় পুলিশ । নিউ মার্কেটের সামনে পুলিশ মোতায়েন করা হয় । পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন BJP কর্মীরা ।
পরে ঠিক হয় রাজভবনে নিয়ে যাওয়া হবে না মণীশ শুক্লার দেহ । বাড়িতেই নিয়ে যাওয়া হবে । পরিবর্তে রাজ্যপালের সঙ্গে দেখা করেন BJP-র চার প্রতিনিধি । দলীয় নেতাকে খুনের ঘটনায় CBI তদন্তের আবেদন জানানো হয়েছে রাজ্যপালের কাছে ।