হাবড়া, (উত্তর 24 পরগনা), 22 এপ্রিল : পরিত্যক্ত একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি উত্তর 24 পরগনা হাবড়া কইপুকুরের জমিদার এলাকার । আজ সকালে এলাকাবাসী পুকুরে ওই ব্যক্তির দেহ ভেসে থাকতে দেখে । স্থানীয়রা হাবড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে । তৎপরতার সঙ্গে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহটি উদ্ধার করে পুলিশ ।
পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হাবড়ায় - Habra
পরিত্যক্ত একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি উত্তর 24 পরগনা হাবড়া কইপুকুরের জমিদার এলাকার।
দেহ উদ্ধার করল পুলিশ
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছে, সকালে পুকুরে দেহটিকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেন তাঁরা । তবে এলাকার লোকেরা ওই ব্যক্তিকে চেনেন না ।
উদ্ধারের পর পুলিশ দেহটিকে হাবড়া স্টেট জেনারেল হসপিটালে নিয়ে আসে । স্থানীয়দের অনুমান বাইরে কোথাও থেকে খুন করে এখানে এনে ফেলে রাখা হয়েছিল । তদন্ত শুরু করেছে হাবড়া থানা ।