মধ্যমগ্রাম, 17 অক্টোবর : যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে। মৃত যুবকের নাম শুভদীপ দে(25)। বাড়ি নিউব্যারাকপুরের শহরপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, নবমীর দিন বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ওই যুবক। বন্ধ হয়ে যায় সঙ্গে থাকা তাঁর মোবাইল ফোনও। ফলে যুবকের সঙ্গে কোনওরকম যোগাযোগ করা সম্ভব হয়নি পরিবারের পক্ষ থেকে। দশমীর দিন দুপুরে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে মধ্যমগ্রামের শ্রীপুরের একটি পুকুর থেকে উদ্ধার হয় নিখোঁজ যুবকের নিথর দেহ। মৃতের পরিবার খুনের অভিযোগ করলেও ঘটনার পিছনে বিবাহ বহির্ভূত সম্পর্কের তত্ত্ব উঠে আসছে। পুলিশ গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নবমীর দিন দুপুরে ওই যুবক বন্ধুদের সাথে ঠাকুর দেখবে বলে বাড়ি থেকে বের হন। কিন্তু অনেক রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় দুশ্চিন্তায় পড়ে যান যুবকের পরিবারের সদস্যরা। যুবকের মোবাইলে ফোন করলেও সেটি বন্ধ থাকায় উদ্বেগ আরও বাড়তে থাকে। এরই মধ্যে দশমীর দিন দুপুরে মধ্যমগ্রামের শ্রীপুরের একটি পুকুরে এক যুবকের দেহ ভাসতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে খবর দেয় পুলিশে। এরপর মধ্যমগ্রাম থানার পুলিশ এসে পুকুর থেকে যুবকের দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।পরবর্তীতে পরিবারের লোকেজন থানায় গিয়ে দেহটি শনাক্ত করেন। তারপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বারাসত জেলা হাসপাতালে।
Mysterious Death : নিউব্যারাকপুরের নিখোঁজ যুবকের দেহ উদ্ধার মধ্যমগ্রামে, খুনের অভিযোগ - Mystery Death
যুবকের দেহে কোনও আঘাতের চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের অভিযোগ, যুবকের মৃত্যু স্বাভাবিক নয়। তাঁকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : বিডিও-র আবাসনে বন্দুক নিয়ে হামলা দুষ্কৃতীদের
যুবকের দেহে কোনও আঘাতের চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের অভিযোগ, যুবকের মৃত্যু স্বাভাবিক নয়। তাঁকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের চিহ্নিত করার দাবিও জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এদিকে স্থানীয় সূত্রে খবর, এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই যুবক। সেই সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছিল । সেই সম্পর্কের টানাপোড়েনের কারণেই যুবককে খুন করে দেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।