রাজারহাট, 9 জুলাই: শনিবার সকালে রাজারহাটের গাঁড়াগড়িতে উদ্ধার হয় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ (Unknown body Recovered in Rajarhat) ৷ এই ঘটনা ঘিরে ছড়ায় চাঞ্চল্য । ঘটনাস্থলে আসে রাজারহাট থানার পুলিশ । দেহের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন আছে বলে জানা গিয়েছে ।
শনিবার ভোরে ঘটনাটি ঘটে গাঁড়াগড়ি পাম্প হাউসের সামনে ঘটে ৷ পাম্প হাউসে বালির স্তুপের পাশেই পরে ছিল ওই মৃতদেহটি । তবে কি বালির গাড়ি করে দেহটি চলে এসেছে, তা ভাবাচ্ছে পুলিশকে । স্থানীয়রাদেরই প্রথম নজরে আসে মৃতদেহ পড়ে থাকার বিষয়টি । খবর দেওয়া হয় রাজারহাট থানায় ৷ পুলিশ এসে পড়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় । তারপরই এলাকা ঘিরে দেয় পুলিশ ।