পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Body Recovered in Rajarhat: রাজারহাটে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য - Body Recovered

শনিবার সকালে রাজারহাটের গাঁড়াগড়িতে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় (Body of a young man recovered in Rajarhat) ৷ খবর দেওয়া হয় রাজারহাট থানায় ৷ পুলিশ এসে পড়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ।

Unknown body Recovered in Rajarhat
Body Recovered

By

Published : Jul 9, 2022, 1:27 PM IST

রাজারহাট, 9 জুলাই: শনিবার সকালে রাজারহাটের গাঁড়াগড়িতে উদ্ধার হয় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ (Unknown body Recovered in Rajarhat) ৷ এই ঘটনা ঘিরে ছড়ায় চাঞ্চল্য । ঘটনাস্থলে আসে রাজারহাট থানার পুলিশ । দেহের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন আছে বলে জানা গিয়েছে ।

শনিবার ভোরে ঘটনাটি ঘটে গাঁড়াগড়ি পাম্প হাউসের সামনে ঘটে ৷ পাম্প হাউসে বালির স্তুপের পাশেই পরে ছিল ওই মৃতদেহটি । তবে কি বালির গাড়ি করে দেহটি চলে এসেছে, তা ভাবাচ্ছে পুলিশকে । স্থানীয়রাদেরই প্রথম নজরে আসে মৃতদেহ পড়ে থাকার বিষয়টি । খবর দেওয়া হয় রাজারহাট থানায় ৷ পুলিশ এসে পড়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় । তারপরই এলাকা ঘিরে দেয় পুলিশ ।

রাজারহাটে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার

আরও পড়ুন :মাকে খুনের অভিযোগে ছেলে-বউমা-সহ গ্রেফতার 3

ঘটনাস্থলে আসে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা । খালি গায়ে বালির স্তূপে পড়ে ছিল দেহটি । যুবক কোথাকার বাসিন্দা, তা জানা না-গেলেও খোঁজ চালাচ্ছে পুলিশ । জানা গিয়েছে, শনিবার ভোরে ওই পাম্প স্টেশনের সামনে বালি ফেলা হয় । তবে কি ওই বালির সঙ্গে ওই মৃতদেহ এসেছে, যুবককে কি খুন করা হয়েছে ৷ এসব প্রশ্নেরই উত্তর খুঁজছে রাজারহাট থানার পুলিশ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details