বীজপুর, ২৫ ফেব্রুয়ারি : কাঁচরাপাড়া রেল হাসপাতালের সামনে থেকে উদ্ধার হল রোগীর দেহ। মৃত ব্যক্তির নাম সদানন্দ সাউ(৩৮)। রোগীর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে, হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মেডিকেল ওয়ার্ডের বাথরুমের জানালা ভেঙে আত্মহত্যা করেছেন ওই রোগী।
সদানন্দ সাউ পেশায় কাঁচরাপাড়া রেল ওয়ার্কশপের স্টোর বিভাগের কর্মী। বাড়ি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। তবে, কর্মসূত্রে হালিশহরের ব্রহ্মস্থান স্টোর ব্লক কোয়ার্টারে স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন। শনিবার(২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যাবেলায় মাথা ঘোরার সমস্যা নিয়ে কাঁচরাপাড়া রেল হাসপাতালের মেডিকেল ওয়ার্ডে ভরতি হন। পরিবারের দাবি, গতকাল সন্ধ্যা পর্যন্ত সুস্থ ছিলেন তিনি। এমন কী, ছোটো ছেলে দীপক সাউ গতকাল তাঁকে খাবারও দিয়ে আসে।
ছেলে দীপক সাউ বলেন, "আজ সকালে খাবার দিতে গিয়েছিলাম। দেখি বাবা বিছানায় নেই। সেইসময় হাসপাতালের ওয়ার্ড বয় এসে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তিনি আমার কাছ থেকে আমার, মায়ের, দিদির নাম জানতে চান। তারপর বলেন যে আমার বাবা মারা গেছে। অথচ বাবার শারীরিক অবস্থা সংক্রান্ত কোনও খবর হাসপাতাল থেকে আমার কাছে আসেনি। কী করে এই ঘটনা ঘটল বুঝতে পারছি না।"
যদিও হাসপাতালের মুখ্য মেডিকেল সুপারিনটেনডেন্ট এ.দাস চৌধুরি বলেন, "তিনি ওই ওয়ার্ডেরই বাথরুমের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন।"
কিন্তু কী ভাবে রেল হাসপাতালের কড়া নজরদারি এড়িয়ে একজন চিকিৎসাধীন রোগী এভাবে আত্মহত্যা করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি সদানন্দবাবুর মৃত্যুর পরও হাসপাতাল কর্তৃপক্ষ কেন তাঁর পরিবারকে মৃত্যুর খবর জানায়নি। তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। বীজপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহটি পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।