বাগুইআটি, 11 ডিসেম্বর : বাগুইআটি এলাকার রেলপুকুর সংলগ্ন ঝিলপাড় থেকে বুধবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ । মৃতের নাম রাজা দাস ওরফে বুম্বা (35) । তার গাড়ির ব্যবসা ছিল । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে বাগুইআটি থানার পুলিশ ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজ সকাল 6 টা নাগাদ বিধাননগর পৌরনিগমের জঞ্জাল বিভাগের কর্মীরা এলাকা পরিষ্কার করতে গিয়ে ওই যুবকের দেহ নর্দমায় পড়ে থাকতে দেখেন । এরপরেই তারা স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানান ৷ ঘটনাস্থানে আসে বাগুইআটি থানার পুলিশ । মৃতের শরীরে একাধিক জায়গায় গভীর ক্ষত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।
ভিডিয়োয় দেখুন কী বলছেন স্থানীয় বাসিন্দারা রাজার বৌদি গোপা দাস জানিয়েছেন, "আমরা সকালে বাবার কাছ থেকে খবর পেয়ে ছুটে আসি । আমাদের ধারণা রাজাকে খুন করা হয়েছে । তবে কে এই কাজ করল তা বুঝতে পারছি না । পুলিশকে জানিয়েছি । আশা করছি যে বা যারা এই কাজ করেছে তারা ধরা পড়বে ।"
প্রতিবেশীরা জানিয়েছেন, রাজার দু'টি গাড়ি ছিল । সেগুলি তিনি অ্যাপ ক্যাবে ভাড়া দিতেন । দিন কয়েক আগে রাজার মা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বোনের বাড়িতে উঠেছিলেন । রাজা মাঝেমধ্যেই রাতে বাড়ি ফেরার সময়ে মদ খেয়ে ফিরত বলে পুলিশ জানতে পেরেছে । তবে যে জায়গায় রাজার দেহ পাওয়া গেছে, সেখানে মঙ্গলবার রাতে বাসিন্দারা কোনও চেঁচামেচি শুনতে পাননি বলে দাবি করেছেন । ফলে ঘটনাটি আদৌ খুন, না কি নিছকই দুর্ঘটনা তা নিয়েই ধোঁয়াশায় রয়েছে পুলিশ । রাজার গাড়ির চালক এবং তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।
+