গোবরডাঙা, 18 অগস্ট : মুখ্য পৌরপ্রশাসকের নাম বদল ঘিরে উত্তেজনা গোবরডাঙায় ৷ মঙ্গলবার সকালে উত্তর 24 পরগনা জেলার বেশ কয়েকটি পৌরসভায় প্রশাসক পরিবর্তন করে শাসক দল । বিজ্ঞপ্তি জারি করে তা জানানো হয় ।
গোবরডাঙার প্রাক্তন পৌরপ্রধান তথা দীর্ঘ দিনের প্রশাসক সুভাষ দত্তের জায়গায় প্রথমে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তুষার কান্তি ঘোষের নাম ঘোষণা করা হয় । তালিকা প্রকাশের পর এই নাম দেখে গোবরডাঙার তৃণমূলের দলীয় কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয় । দলীয় সূত্রে জানা গিয়েছে, দলের একটি বড় অংশ তুষার কান্তিকে প্রশাসক হিসাবে মেনে নিতে পরছিলেন না । কর্মীদের ক্ষোভের আভাস পেয়ে তড়িঘড়ি ফের নাম পরিবর্তন করে বিকেলে গোবরডাঙার মুখ্য পৌরপ্রশাসক হিসেবে সমীর কিশোর নন্দীর নাম প্রকাশ করে তৃণমূল সরকার ।
যে সব প্রশাসক ঠিকমতো কাজ না করছিলেন না, দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছিল, মানুষের কাছে তাদের জন্য দলের ভাবমূর্তি খারাপ হয়েছে ৷ পাশাপাশি যে সব পৌর এলাকায় বিধানসভা ভোটে ফল খারাপ হয়েছে, সেই সব জায়গায় প্রশাসক পরিবর্তন করা হয়েছে । সেই অনুযায়ী গোবরডাঙা পৌরসভারও প্রশাসক পরিবর্তন করা হয় ।
এই উপলক্ষ্যে গোবরডাঙা শহর তৃণমূলের তরফে গোবরডাঙা স্টেট ব্যাঙ্ক থেকে খাটুরা কালীতলা মোড় অবধি একটি বিশাল বিজয়োল্লাস মিছিল করা হয় । কয়েক হাজার দলীয় কর্মীদের সঙ্গে পা মেলান গোবরডাঙা পৌরসভার নবনিযুক্ত প্রশাসক, বিদায়ী পৌরপ্রশাসক সুভাষ দত্ত, বনগাঁ সাংগঠনিক জেলা কমিটির চেয়্যারম্যান শংকর দত্ত-সহ বহু নেতা কর্মী । যদিও এই মিছিলে করোনাবিধির কোনও বালাই ছিল না । বহু নেতা কর্মীর মুখে মাস্ক দেখা যায়নি ।