পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gobardanga : দলীয় কর্মীদের ক্ষোভের আঁচে তড়িঘড়ি মুখ্য পৌরপ্রশাসকের নাম বদল গোবরডাঙায় - উত্তর 24 পরগনা

সকালে মুখ্যপ্রশাসকের তালিকায় যার নাম প্রকাশিত হয়েছিল, তাতে বেজায় চটেছিল স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা ৷ অভিযোগ তিনি লোকসভা, বিধানসভা ভোটে বিরোধী দলকে ভোট দিয়েছিলেন ৷ কর্মীদের ক্ষোভের কারণ আন্দাজ করে বিকেলে ফের নতুন তালিকা প্রকাশ করল তৃণমূল সরকার ৷

তৃণমূলের বিজয় মিছিল
তৃণমূলের বিজয় মিছিল

By

Published : Aug 18, 2021, 3:21 PM IST

গোবরডাঙা, 18 অগস্ট : মুখ্য পৌরপ্রশাসকের নাম বদল ঘিরে উত্তেজনা গোবরডাঙায় ৷ মঙ্গলবার সকালে উত্তর 24 পরগনা জেলার বেশ কয়েকটি পৌরসভায় প্রশাসক পরিবর্তন করে শাসক দল । বিজ্ঞপ্তি জারি করে তা জানানো হয় ।

গোবরডাঙার প্রাক্তন পৌরপ্রধান তথা দীর্ঘ দিনের প্রশাসক সুভাষ দত্তের জায়গায় প্রথমে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তুষার কান্তি ঘোষের নাম ঘোষণা করা হয় । তালিকা প্রকাশের পর এই নাম দেখে গোবরডাঙার তৃণমূলের দলীয় কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয় । দলীয় সূত্রে জানা গিয়েছে, দলের একটি বড় অংশ তুষার কান্তিকে প্রশাসক হিসাবে মেনে নিতে পরছিলেন না । কর্মীদের ক্ষোভের আভাস পেয়ে তড়িঘড়ি ফের নাম পরিবর্তন করে বিকেলে গোবরডাঙার মুখ্য পৌরপ্রশাসক হিসেবে সমীর কিশোর নন্দীর নাম প্রকাশ করে তৃণমূল সরকার ।

যে সব প্রশাসক ঠিকমতো কাজ না করছিলেন না, দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছিল, মানুষের কাছে তাদের জন্য দলের ভাবমূর্তি খারাপ হয়েছে ৷ পাশাপাশি যে সব পৌর এলাকায় বিধানসভা ভোটে ফল খারাপ হয়েছে, সেই সব জায়গায় প্রশাসক পরিবর্তন করা হয়েছে । সেই অনুযায়ী গোবরডাঙা পৌরসভারও প্রশাসক পরিবর্তন করা হয় ।

এই উপলক্ষ্যে গোবরডাঙা শহর তৃণমূলের তরফে গোবরডাঙা স্টেট ব্যাঙ্ক থেকে খাটুরা কালীতলা মোড় অবধি একটি বিশাল বিজয়োল্লাস মিছিল করা হয় । কয়েক হাজার দলীয় কর্মীদের সঙ্গে পা মেলান গোবরডাঙা পৌরসভার নবনিযুক্ত প্রশাসক, বিদায়ী পৌরপ্রশাসক সুভাষ দত্ত, বনগাঁ সাংগঠনিক জেলা কমিটির চেয়্যারম্যান শংকর দত্ত-সহ বহু নেতা কর্মী । যদিও এই মিছিলে করোনাবিধির কোনও বালাই ছিল না । বহু নেতা কর্মীর মুখে মাস্ক দেখা যায়নি ।

আরও পড়ুন : Contai Municipality : কাঁথির উন্নয়নের দায়িত্বে এবার অন্য ‘অধিকারী’

এদিন নবনিযুক্ত পৌরপ্রশাসক সমীরবাবু বলেন, "আমার মূল উদ্দেশ্য গোরডাঙার উন্নয়ন ৷ মানুষকে পরিষেবা দেওয়া । মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গতি অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে পৌরবাসীর জন্য কাজ করে যাব ।"

এ বিষয়ে সুভাষ দত্ত বলেন, "সরকারের সিদ্ধান্তে পরিবর্তন হয়েছে । প্রথমে শুনেছিলাম এক গদ্দারের নাম ঘোষণা হয়েছিল । যাকে কেউ চেনে না । দু'বছর আগে এই নামের একজন ছিলেন । তিনি দলের সঙ্গে গদ্দারি করায়, তাকে আমারা আইসোলেটেড করে দিয়েছিলাম । ফলে কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল । সেটা দল কোনও ভাবে বুঝতে পেরে তার নাম পরিবর্তন করেছে । আমাদের কাজের মানুষের, মনের মানুষের নাম ঘোষণা করেছে । এই পরিবর্তনকে আমি স্বাগত জানাচ্ছি । আগামী দিনে তাঁকে সব রকম সাহায্য করব ।" এবিষয়ে তুষার কান্তি ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি ।

অন্যদিকে পরিবর্তন নিয়ে কটাক্ষ করছেন বিজেপি । বিজেপি নেতা আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "ব্যবসায়িক স্বার্থে প্রশাসক পরিবর্তন হয়েছে । এতদিন হয়ত তাদের দিয়ে ব্যবসা হয়েছে । এখন হয়ত ব্যবসায় ঘাটতি হচ্ছে । যেই আসুক, তাতে গোবরডাঙাবাসীর ভাল হবে না ।"

ABOUT THE AUTHOR

...view details