পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাসপাতালে দাঁড়িয়ে রক্তদাতা খুঁজছেন একদল যুবক - কোরোনায় ভারতের পরিস্থিতি

থ্যালাসেমিয়া-সহ কিছু দুরারোগ্য অসুখ রয়েছে, যে রোগে রক্ত না পেলে রোগী মারা যাওয়ার সম্ভাবনা থাকে । অস্ত্রোপচারেও প্রয়োজন হয় রক্তের । কিন্তু কোথাও মিলছে না রক্ত । এই পরিস্থিতিতে বারাসতের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা রক্তের সংকটে থাকা রোগীদের পাশে দাঁড়াচ্ছেন ।

image
রক্তদাতা খুঁজছেন একদল যুবক

By

Published : Apr 16, 2020, 7:14 PM IST

বারাসত, 16 এপ্রিল : গরম পড়লে বরাবরই রক্তসংকট দেখা দেয় । দেশজুড়ে লকডাউনের জেরে এবার পরিস্থিতি আরও ভয়াবহ । রক্তের প্রয়োজন । কিন্তু নেই রক্তদাতা । ইচ্ছে থাকলেও বহু রক্তদাতা বাড়ি ছেড়ে বেরোতে পারছেন না । রক্তের এই সংকট মোকাবিলায় এগিয়ে এলেন বারাসতের একদল যুবক । তাঁদের উদ্যোগে রক্তের সংকট কাটিয়ে অনেকেই আজ জীবন খুঁজে পাচ্ছেন ।

কোরোনা মোকালিয়ায় লকডাউন চলছে গোটা দেশে । আর তাতে জীবনদায়ী রক্তের জন্য কার্যত হাহাকার পড়েছে । থ্যালাসেমিয়া-সহ কিছু দুরারোগ্য অসুখ রয়েছে, যে রোগে রক্ত না পেলে রোগী মারা যাওয়ার সম্ভাবনা থাকে । অস্ত্রোপচারেও প্রয়োজন হয় রক্তের । কিন্তু কোথাও মিলছে না রক্ত । এই পরিস্থিতিতে বারাসতের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা রক্তের সংকটে থাকা রোগীদের পাশে দাঁড়াচ্ছেন ।

বারাসত জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে যে সমস্ত রোগীর বাড়ির লোকেরা আসছেন, তাঁদের মধ্যেই অনেকেই লকডাউন চলায় বাড়ির লোক নিয়ে এসেও নানা কারণে রক্ত দিতে পারছেন না৷ তাঁদেরকে রক্তদাতা জোগাড় করে দিচ্ছেন ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা । প্রতিদিন হাসপাতালে ব্লাড ব্যাংকের সামনে দাঁড়িয়ে মানুষকে রক্তদানের দানের গুরুত্ব বোঝাচ্ছেন । তাতে সাড়া দিয়ে এগিয়েও আসছেন অনেকে । হাসপাতালের মধ্যে থেকেই খুঁজে বের করছেন রক্তদাতাদের । ফলে থ্যালাসেমিয়া-সহ রক্ত প্রয়োজন এমন রোগীরা পেয়ে যাচ্ছেন বাঁচার রসদ । ওই যুবকদের উদ্যোগকে কুর্নিশ করেছেন বারাসতের বাসিন্দারা ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details