অশোকনগর, 9 সেপ্টেম্বর : তাঁরা সমাজ থেকে অনেক কিছুই নিয়েছেন ৷ কিন্তু, এবার তাঁদের পালা সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া ৷ সেই চিন্তা থেকে মানুষের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করলেন দৃষ্টিহীনরা ৷ প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বৃহস্পতিবার উত্তর 24 পরগনার অশোকনগর থানার গুমা রেনেসাঁস ক্লাব প্রাঙ্গণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷ এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা 70 জন দৃষ্টিহীন ব্যক্তি ওই শিবিরে রক্তদান করেন ৷
উদ্যোক্তাদের তরফে দাবি করা হয়েছে, রাজ্যের মধ্যে এটিই প্রথম দৃষ্টিহীনদের দ্বারা আয়োজিত রক্তদান শিবির ৷ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ-সহ স্থানীয় রাজনীাতিকরা ৷ বিশেষ ক্ষমতা সম্পন্ন এই মানুষরা আজ নিজ নিজ কর্মক্ষেত্রে উজ্জ্বল প্রতিভার পরিচয় দিচ্ছেন ৷ তাঁদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ ৷ তিনি বলেন, ‘‘আমার কাছে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে ৷ আমার মনে হয় এই দিনটি আজকের প্রজন্মের দেখা উচিত ৷ সমাজের প্রকৃত আইডল মানুষ এরাই ৷ যাঁরা দৃষ্টিহীন হয়েও রক্ত দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ৷’’