পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভ্যাকসিনের দাবিতে সোদপুর-মধ্যমগ্রাম রোড অবরোধ

ভ্যাকসিন নেবেন বলে পানিহাটি পৌরসভার লোকসংস্কৃতি ভবনের সামনে লাইন দিয়েছিলেন পানিহাটির বাসিন্দারা ৷ দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পরেও মেলেনি ভ্যাকসিন ৷ এর পরই ক্ষুব্ধ জনতা সোদপুর-মধ্যমগ্রাম রোড অবরোধ করে ।

ভ্যাকসিনের দাবিতে সোদপুর মধ্যমগ্রাম রোড অবরোধ
ভ্যাকসিনের দাবিতে সোদপুর মধ্যমগ্রাম রোড অবরোধ

By

Published : Apr 28, 2021, 11:36 AM IST

Updated : Apr 28, 2021, 11:43 AM IST

পানিহাটি, 28 এপ্রিল : দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও মেলেনি করোনার ভ্যাকসিন ৷ কেউ লাইনেই অসুস্থ হয়ে পড়েছেন, কেউ আবার হতাশ হয়ে বাড়ির পথ ধরেছেন ৷ টিকাকরণ কেন্দ্রে দেখা মেলেনি কোনও কর্মীর ৷ আর তাতেই ক্ষোভে ফেটে পড়লেন পানিহাটির বাসিন্দারা ৷ ভ্যাকসিন না পেয়ে বিক্ষুব্ধ জনতা সোদপুর-মধ্যমগ্রাম রোড অবরোধ করলেন ৷

এদিন ভ্যাকসিন নেবেন বলে পানিহাটি পৌরসভার লোকসংস্কৃতি ভবনের সামনে লাইন দিয়েছিলেন পানিহাটির বাসিন্দারা ৷ দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পরেও মেলেনি ভ্যাকসিন ৷ এমনকি সেখানে উপস্থিত ছিলেন না কোনও স্বাস্থ্য কর্মী কিংবা পুরসভার কোনও কর্মী ৷ দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পর যখন লাইনে অপেক্ষারত বাসিন্দারা অসন্তোষ প্রকাশ করতে শুরু করেন সেই সময় কর্তৃপক্ষ জানায় আজ ভ্যাকসিন দেওয়া হবে না ৷ এর পরই ক্ষুব্ধ জনতা সোদপুর-মধ্যমগ্রাম রোড অবরোধ করেন ।

ভ্যাকসিন না পেয়ে বিক্ষুব্ধ জনতা সোদপুর-মধ্যমগ্রাম রোড অবরোধ করলেন

বিক্ষোভকারীদের মধ্যে একজন জানিয়েছেন, তাঁরা অনেকেই ভোড় সাড়ে তিনটে-চারটে থেকে ভ্যাকসিন নেবেন বলে দাঁড়িয়ে ছিলেন ৷ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থও হয়ে পড়েছেন অনেকে ৷ এরপরই তাঁদের জানানো হয় ভ্যাকসিন দেওয়া হবে না ৷ এরপর কবে দেওয়া হবে তা নিয়েও দেওয়া হয়নি কোনও তথ্য ৷ পানিহাটি পৌরসভা কর্তৃপক্ষের এরূপ দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য পথ অবরোধ করেছেন বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন :বন্ধ হল কামারহাটির প্রবর্তক জুটমিল

Last Updated : Apr 28, 2021, 11:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details