দিল্লি ও কলকাতা, 9 জুন : নন্দীগ্রামে নিহতদের দেহ আটকানোর অভিযোগ উঠেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশের বিরুদ্ধে । তখন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবার সন্দেশখালিতে নিহত BJP কর্মীদের দেহ আটকানোর অভিযোগ উঠল বর্তমান সরকারের বিরুদ্ধে । আর যে সরকারের প্রধান সেদিনের সেই বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দেহ আটকানোর অভিযোগকে সামনে রেখে বাম প্রসঙ্গ তুলে মমতাকে আক্রমণ করলেন মুকুল রায় । তুলে আনেন নন্দীগ্রাম প্রসঙ্গ ।
আগে বলেছিলেন, সিঙ্গুরে মমতার আন্দোলন ছিল ভুল । আর এবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে মুকুল রায় অভিযোগ করলেন, বর্তমান সরকার গণতন্ত্রের কণ্ঠরোধ করছে । সন্দেশখালি থেকে নিহত BJP কর্মীর দেহ কলকাতায় আনার সময় পথ আটকে ছিল পুলিশ । যা নিয়ে রীতিমতো বাগবিতণ্ডায় জড়ায় পুলিশ ও BJP কর্মীরা । এরপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন মুকুল রায় । নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ।
এই সংক্রান্ত খবর :পিছু হটল BJP, সন্দেশখালিতেই দেহ সৎকারের সিদ্ধান্ত
নন্দীগ্রামের ঘটনা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "সন্দেশখালির ঘটনায় আমার মনে পড়ে যাচ্ছে নন্দীগ্রামের ঘটনা । নন্দীগ্রামের ঘটনার পর আজও 56 জনকে খুঁজে পাওয়া যায়নি । সেই ঘটনার পুনরাবৃত্তি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।" এদিকে, সন্দেশখালি ইশুতে কাল রাজ্যজুড়ে কালাদিবসের ডাক দিয়েছে BJP । সেইসঙ্গে কাল বসিরহাটে 12 ঘণ্টার বনধেরও ডাক দেওয়া হয়েছে ।