পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতার স্মৃতি কমেছে, নন্দীগ্রাম প্রসঙ্গ তুললেন মুকুল - BJP

"সন্দেশখালির ঘটনায় আমার মনে পড়ে যাচ্ছে নন্দীগ্রামের ঘটনা । নন্দীগ্রামের ঘটনার পর আজও 56 জনকে খুঁজে পাওয়া যায়নি । সেই ঘটনার পুনরাবৃত্তি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।" বললেন মুকুল রায় ।

মুকুল রায়

By

Published : Jun 9, 2019, 7:31 PM IST

Updated : Jun 10, 2019, 1:05 AM IST

দিল্লি ও কলকাতা, 9 জুন : নন্দীগ্রামে নিহতদের দেহ আটকানোর অভিযোগ উঠেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশের বিরুদ্ধে । তখন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবার সন্দেশখালিতে নিহত BJP কর্মীদের দেহ আটকানোর অভিযোগ উঠল বর্তমান সরকারের বিরুদ্ধে । আর যে সরকারের প্রধান সেদিনের সেই বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দেহ আটকানোর অভিযোগকে সামনে রেখে বাম প্রসঙ্গ তুলে মমতাকে আক্রমণ করলেন মুকুল রায় । তুলে আনেন নন্দীগ্রাম প্রসঙ্গ ।

আগে বলেছিলেন, সিঙ্গুরে মমতার আন্দোলন ছিল ভুল । আর এবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে মুকুল রায় অভিযোগ করলেন, বর্তমান সরকার গণতন্ত্রের কণ্ঠরোধ করছে । সন্দেশখালি থেকে নিহত BJP কর্মীর দেহ কলকাতায় আনার সময় পথ আটকে ছিল পুলিশ । যা নিয়ে রীতিমতো বাগবিতণ্ডায় জড়ায় পুলিশ ও BJP কর্মীরা । এরপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন মুকুল রায় । নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ।

ভিডিয়োয় শুনুন মকুল রায়ের বক্তব্য

এই সংক্রান্ত খবর :পিছু হটল BJP, সন্দেশখালিতেই দেহ সৎকারের সিদ্ধান্ত

নন্দীগ্রামের ঘটনা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "সন্দেশখালির ঘটনায় আমার মনে পড়ে যাচ্ছে নন্দীগ্রামের ঘটনা । নন্দীগ্রামের ঘটনার পর আজও 56 জনকে খুঁজে পাওয়া যায়নি । সেই ঘটনার পুনরাবৃত্তি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।" এদিকে, সন্দেশখালি ইশুতে কাল রাজ্যজুড়ে কালাদিবসের ডাক দিয়েছে BJP । সেইসঙ্গে কাল বসিরহাটে 12 ঘণ্টার বনধেরও ডাক দেওয়া হয়েছে ।

এই সংক্রান্ত খবর :সীমা পেরোলে পশ্চিমবঙ্গের জন্য পৃথক ভাবনার আবেদন জানাব : দেবশ্রী

তিনি আরও বলেন, "দিলীপ ঘোষের নেতৃত্বে পাঁচজনের সংসদীয় দল ঘটনাস্থানে যায় । দেহগুলি কলকাতার দপ্তরে নিয়ে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিল তাঁদের পরিবারই । তাঁদের ইচ্ছাকে মর্যাদা দিতে দেহগুলি কলকাতায় আনা হচ্ছিল । কিন্তু, তাতে বাধা দেয় পুলিশ ।"

এই সংক্রান্ত খবর :পাঁচমাস আগেই বিয়ে হয়েছিল, এক বুলেটেই স্বপ্ন শেষ

এইভাবে দেহ আটকানোর বিষয়টিকে গণতন্ত্র হত্যার সঙ্গে তুলনা করলেন মুকুল । তাঁর দাবি, কোথায় কার দেহ নিয়ে যাওয়া হবে, সেটা তাঁর গণতান্ত্রিক অধিকার । তাঁর কথায়, "মমতা প্রমাণ করলেন, বাংলার গণতন্ত্রের হত্যার জন্য তিনি একাই যথেষ্ট ।" নন্দীগ্রামের প্রসঙ্গ এনে মুকুল আরও বলেন, "মমতার স্মৃতি কমে গেছে, কারণ 2009 থেকে 2011 সাল পর্যন্ত কত মৃতদেহ উনি কলকাতায় নিয়ে এসেছিলেন , তা তিনি ভুলে গেছেন ।"

এই সংক্রান্ত খবর :একরাতেই সন্দেশখালিতে শ্মশানের নিস্তব্ধতা !

Last Updated : Jun 10, 2019, 1:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details