বারাসত, 28 মে: সামনেই 34 নম্বর জাতীয় সড়ক। কয়েক মিটারের মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারি স্কুল। তাছাড়া রয়েছে ডায়াগনস্টিক সেন্টার। তারপরও লকডাউনের মধ্যে এমন একটি জায়গায় নতুন মদের দোকান খোলার লাইসেন্স দেওয়ার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। অভিযোগ, লাইসেন্স পাওয়ার পরই জনবহুল এলাকায় সেই মদের দোকান খোলার চেষ্টাও চলছে। যদিও, তার আগেই এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে আন্দোলনে নেমে প্রতিবাদ জানাল স্থানীয় BJP নেতৃত্ব । এমনকী মদের দোকানের শাটারে পোস্টার সাঁটিয়ে দলীয় পতাকা টাঙিয়ে বিক্ষোভও দেখান দলের কর্মীরা । বেশ কিছুক্ষণ ধরে চলে এই বিক্ষোভ। পরে এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে স্থানীয় থানায় গিয়ে মদের দোকান বন্ধের দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয় BJP-র তরফে। ঘটনাটি বারাসত পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের।
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চতুর্থ দফার লকডাউন চলছে। তার আগেই লকডাউন শিথিল হতেই রাজ্যের বিভিন্ন মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে সরকারের তরফে। লকডাউনের নিয়মবিধি মেনে মদের দোকান খোলার নির্দেশিকা জারি করা হলেও বেশিরভাগ মদের দোকানেই দেখা গেছে অনিয়মের ছবি। গা ঘেঁষাঘেঁষি করেই চলেছে মদ কেনাবেচা। যা দেখে শিউরে উঠেছেন অনেকেই। এরই মধ্যে এবার রেড জ়োন বারাসতের জনবহুল এলাকায় নতুন মদের দোকান খোলার ছাড়পত্র দেওয়ার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চ এলাকায় জাতীয় সড়কের পাশেই ওই মদের দোকান খোলার চেষ্টা চলছে বলে অভিযোগ। মদের দোকানের কর্মীদের তৎপরতা বাড়ায় নজর এড়ায়নি এলাকার বাসিন্দাদের। বিষয়টি কানে আসে স্থানীয় BJP নেতৃত্বেরও। এরপরই,আজ সকালে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ওই মদের দোকানের সামনে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির । বেশ কিছুক্ষণ ধরে চলে এই বিক্ষোভ। সেই সঙ্গে,দোকানের শাটারে পোস্টার সাঁটিয়ে দলীয় পতাকাও লাগিয়ে দেওয়া হয় । সাময়িক উত্তেজনা ছড়ায় সেখানে। পরে, মদের দোকান বন্ধের দাবিতে এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে বারাসত থানায় গিয়ে স্মারকলিপিও জমা দেয় BJP নেতৃত্ব।