জগদ্দল,25 ফেব্রুয়ারি : দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী। অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে ৷ জগদ্দল থানার পাওয়ার হাউস মোড়ে গতকাল রাতে দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত হন এক বিজেপি কর্মী।
দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী - hoisting party flags
নাড্ডার সফর শুরুর আগে দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী ৷ ঘটনাটি জগদ্দল থানার পাওয়ার হাউস মোড়ে ঘটেছে ৷
আক্রান্ত বিজেপি কর্মী
পেশায় গৃহশিক্ষক ওই বিজেপি কর্মী রামদেওধর প্রসাদ, রথযাত্রার সমর্থনে দলীয় পতাকা, ব্যানার সাজানো কাজ করছিলেন। সে সময় কয়েকজন তৃণমূলের দুস্কৃতী এসে হামলা চালায় ও বোমা ছোঁড়ে। এই ঘটনায় আহত হয় 2 জন। একজনের আঘাত গুরুতর। 3 - 4 টি বোমা মারার অভিযোগ রয়েছে। ঘটনাস্থানে দিয়েছে জগদ্দল থানার পুলিশ। এই রাস্তা ধরেই আজ বিজেপির পরিবর্তনের রথযাত্রা যাবে। তার আগে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ৷
Last Updated : Feb 25, 2021, 4:21 PM IST