দত্তপুকুর, 27 জুন: ফিরল ভাদু শেখ হত্যাকাণ্ডের স্মৃতি । ভরসন্ধ্যায় শুটআউট দত্তপুকুরে । দুষ্কৃতীদের গুলিতে নিহত মন্মথ মণ্ডল নামে এক বিজেপি কর্মী । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দত্তপুকুরের কাশিমপুর নতুনপাড়া খেজুরতলায় । ঘটনাস্থলে পৌঁছেছে দত্তপুকুর থানার পুলিশ । সূত্রের খবর, নিহত ওই বিজেপি কর্মী জমির দালালির সঙ্গে যুক্ত ছিলেন । ফলে, জমি সংক্রান্ত কোনও শত্রুতার জেরে এই খুন কি না তা খতিয়ে দেখছে পুলিশ। আততায়ীদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি (BJP Worker named Manmatha Mondal murdered)।
জানা গিয়েছে, বছর পঞ্চাশের বিজেপি কর্মীর বাড়ি ওই এলাকাতেই । এদিন সন্ধ্যা 7টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পাশেই একটি জায়গায় কয়েকজনের সঙ্গে তাস খেলছিলেন মন্মথ । সেই সময় তাঁর মোবাইলে একটি ফোন আসলে বাইরে বেরিয়ে আসেন তিনি। মোবাইলে কথা বলার সময় হঠাৎই বাইকে চেপে এসে তাঁর সামনে হাজির হয় দুই দুষ্কৃতী । কিছু বুঝে ওঠার আগেই খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে দু'টি গুলি ছোঁড়ে আততায়ীরা । একটি গুলি লাগে মন্মথের বুকে, অন্যটি মাথায় । রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি ।