জগদ্দল, 24 জুলাই : জগদ্দলে গুলিবিদ্ধ এক বিজেপি কর্মীর মৃত্যু হল ৷ মৃতের নাম রাজু সাউ (36) ৷ তাঁর বাড়ি জগদ্দলের 18 নম্বর গলির কাছে ৷ গুলিবিদ্ধ হওয়ার পর টানা 23 দিন হাসপাতালে লড়াই করছিলেন তিনি ৷ শনিবার ভোররাতে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে রাজুর মৃত্যু হয়। তিন সন্তান নিয়ে মৃতের স্ত্রী জ্যোৎস্না সাউ দুশ্চিন্তায় রয়েছেন ৷
প্রসঙ্গত, গত 28 জুন বাড়ির পাশে কল থেকে জল আনতে গিয়েছিল রাজু। সেইসময় তাঁকে স্থানীয় দুষ্কৃতী রাজা আনসারি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বুকে গুলি করেছিল। রাজা আনসারি এখন অবশ্য জেলবন্দি।