পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাসনাবাদে BJP মহিলা কর্মীকে গুলি করে খুন - woman

গতকাল রাত 9 টা নাগাদ বাড়ির সামনে BJP-র এক মহিলা কর্মীকে গুলি করে খুন করা হয় । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

হাসনাবাদে BJP মহিলা কর্মীকে গুলি করে খুন

By

Published : Jun 14, 2019, 5:34 AM IST

হাসনাবাদ, 14 জুন : BJP-র এক মহিলা কর্মীকে গুলি করে খুন । বসিরহাটের হাসনাবাদ থানার টোকিপুরের চারা বটতলার ঘটনা । মৃতের নাম সরস্বতী দাস ( 42 ) । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, গতকাল রাত 9 টা নাগাদ পাশের বাড়িতে যাচ্ছিলেন সরস্বতী । সেই সময় একদল দুষ্কৃতী খুব কাছ থেকে তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায় ।

খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে পাঠায় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

এব্যাপারে প্রতিবেশীরা জানিয়েছে, তারা গুলি চলার কোনও শব্দ পাননি । কী কারণে খুন সে ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি । খুনের কারণ খতিয়ে দেখছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details