বনগাঁ, 4 ফেব্রুযারি : বনগাঁয় দলীয় সভায় BJP নেতা মুকুল রায় বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে BJP 170টা আসন পাবে । তারই পালটা জবাব দিলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক । গতরাতে বনগাঁয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থান পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় বলেন, "আগে ভাবতাম মুকুল রায় অভিজ্ঞ রাজনীতিবিদ । এখন দেখছি, দিলীপ ঘোষের মতো মুকুলও বদ্ধপাগল । আপনারা মিলিয়ে নেবেন, বিধানসভা ভোটে BJP জোড়া সংখ্যায় পৌঁছবে না । ওরা 10টা আসনও পাবে না । ওদের তিনতে ছিল । সেটাই থাকবে ।"
BJP 10টা আসনও পাবে না, মুকুলকে পালটা জবাব জ্যোতিপ্রিয়র - বিধানসভা নির্বাচন 2021
মুকুল রায় গতকাল বনগাঁর আর এস মাঠে দলীয় সভায় দাবি করেন, CAA-র পক্ষে গোটা দেশের 42 শতাংয় মানুষের সমর্থন রযেছে । মুকুলের পালটা দিয়েছেন জ্যোতিপ্রিয় । তিনি বলেন, "যে যাই বলুক না কেন বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেছেন, যতদিন থাকবেন, ততদিন কেউ বাংলার মানুষকে তাড়াতে পারবে না ।
মুকুল গতকাল বনগাঁর আর এস মাঠে দলীয় সভায় দাবি করেন, CAA-র পক্ষে গোটা দেশের 42 শতাংয় মানুষের সমর্থন রযেছে । মুকুলের পালটা দিয়েছেন জ্যোতিপ্রিয় । তিনি বলেন, "যে যাই বলুক না কেন বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেছেন, যতদিন থাকবেন, ততদিন কেউ বাংলার মানুষকে তাড়াতে পারবে না ।
রবিবারের BJP-র অভিনন্দন যাত্রা নিয়ে জ্যোতিপ্রিয়র কটাক্ষ, "রানাঘাট, কৃষ্ণনগর, ভাটপাড়া থেকে লোক এনে BJP মিছিল করেছে । আমরা শুধু পাঁচটা বিধানসভা নিয়ে সভা করব । মুখ্যমন্ত্রীর সভায় উপচে পড়া ভিড় হবে । মুখ্যমন্ত্রীর সভায় উপচে ভিড় হবে।