মধ্যমগ্রাম, 17 জুন : মধ্যমগ্রাম পৌরসভার 26 নম্বর ওয়ার্ড । দেওয়ালে দেওয়ালে সাদা কাগজ সাঁটা । আর তাই নিয়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । পোস্টারে লেখা, যারা BJP করবে তাদের উচ্ছেদ ও খুন করা হবে । ঘটনায় মধ্যমগ্রাম থানা ও নারায়ণপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয় BJP-র তরফে।
আজ সকালে মধ্যমগ্রাম পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লিতে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নাম করে লেখা হুমকি পোস্টার দেখতে পান এলাকার BJP কর্মীরা । যাতে লেখা রয়েছে যারা BJP করবে তাদের উচ্ছেদ ও খুন করা হবে । শুধু মধ্যমগ্রামেই নয়, রাজারহাটের নারায়ণপুর ও গঙ্গানগর এলাকাতেও এই ধরনের হুমকি পোস্টার লাগানো হয়েছে বলে অভিযোগ । সেইসব পোস্টারের কোথাও মাথা কেটে নেওয়ার হুমকি , কোথাও হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে । আর প্রতিটি পোস্টারের নীচে লেখা রয়েছে জয় হিন্দ । এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল কাউন্সিলর নিমাই দাস ও তাঁর অনুগামীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে BJP । যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল ।
আজ দোষীদের গ্রেপ্তারের দাবিতে মধ্যমগ্রামের গঙ্গানগরে অবরোধ করেন BJP কর্মীরা । ঘটনাস্থানে পুলিশ গেলে তাদের সঙ্গে বচসায় জড়ান BJP কর্মীরা । পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন BJP কর্মীরা ।