পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh: 'কারও বাপের টাকায় ফ্ল্যাট কিনিনি, দম থাকলে সিআইডি তদন্ত করাক', তোপ দিলীপের

নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের (Dilip Ghosh) ফ্ল্যাটের দলিল 'উদ্ধারের' ঘটনায় তাঁর গ্রেফতারির দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ এবার সেই প্রসঙ্গে অভিষেককে এক হাত নিলেন দিলীপ ৷ রাজ্য সরকারকে সিআইডি (CID) দিয়ে দলিল উদ্ধারের ঘটনায় তদন্ত করতে বললেন বিজেপি সাংসদ ৷

Dilip Ghosh
Dilip Ghosh

By

Published : Nov 16, 2022, 10:11 AM IST

Updated : Nov 16, 2022, 10:45 AM IST

কলকাতা, 16 নভেম্বর: নিয়োগ দুর্নীতিতে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়ি থেকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) দলিল উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে । এর আগে এই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে শাসক দলের মন্ত্রী গ্রেফতার হয়েছেন ৷ জেলে যেতে হয়েছে সরকারি আধিকারিকদেরও ।

এবার সেই ঘটনায় সরাসরি বিজেপির নাম জড়িয়েছে ৷ আর যার ফলে তৃণমূলের তরফে দিলীপ ঘোষের গ্রেফতারির দাবি উঠেছে ৷ আর এই একই সুর এবার শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গলাতেও ৷ মঙ্গলবার তিনি ডায়মন্ড হারবারে একটি বৈঠক থেকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির গ্রেফতারির দাবি তোলেন ৷

বুধবার এই প্রসঙ্গেই অভিষেককে পালটা দিলেন দিলীপ ৷ তিনি বলেন, "তদন্ত শেষ হোক আগে । তারপর তো গ্রেফতারির প্রশ্ন । আমি তো প্রকাশ্যে বলছি । প্রসন্নর বাড়িতে আমি নিজে দলিলের কপি রেখেছি । তৃণমূলের সবাই এখন সিবিআইয়ের চা খাচ্ছে । কারুর বাপের টাকায় ফ্ল্যাট কিনিনি । ব্যাঙ্ক লোন নিয়ে ফ্ল্যাট কিনেছি । যেখানে ফ্ল্যাট কিনেছি, সেই হাউজিং সোসাইটির প্রধান প্রসন্ন রায় । ইলেকট্রিক মিটারের নাম চেঞ্জ করার জন্য আমি কপি তাঁকে দিয়েছি । ওদের মতো চোর নাকি আমি? ধরা পড়ে গেলেই পার্থ আমাদের কেউ না ৷ এটা আমাদের নীতি না । আমি চ্যালেঞ্জ করছি, দম থাকলে সিআইডি দিয়ে তদন্ত করাক ।"

অভিষেককে এক হাত নিলেন দিলীপ

আরও পড়ুন:'ডেডলাইন ডিসেম্বর', শুভেন্দু-সুকান্তদের চাপে রাখতে সুর চড়ালেন অভিষেক

Last Updated : Nov 16, 2022, 10:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details