বনগাঁ, 27 : বনগাঁয় ভোট পরবর্তী সংঘর্ষ অব্যাহত। গতকাল বনগাঁর চাদায় BJP-TMC সংঘর্ষে জখম হয়েছেন তিন জন। আহতরা বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন।
বনগাঁয় ভোট পরবর্তী সংঘর্ষ, জখম ৩ - prasenjit biswas
BJP-TMC সংঘর্ষে উত্তপ্ত বনগাঁ । জখম দুই দলের তিন কর্মী ।
BJP-TMC
গতকাল বিকেলে বনগাঁর চাঁদা বেদিয়াপোঁতা এলাকায় BJP কর্মীরা বিজয় মিছিল করেন। সেই মিছিল থেকে ফেরার সময় তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ। জখম হন BJP-র দুই সমর্থক । তাঁদের বনগাঁ হাসপাতালে ভরতি করা হয়।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, BJP কর্মীরা ওই এলাকার তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে আক্রমণ করে। প্রতিবাদ করতে গিয়ে প্রসেনজিৎ বিশ্বাস নামে এক TMC সমর্থক আক্রান্ত হন। তাঁকে বনগাঁ হাসপাতালে ভরতি করা হয়েছে।
Last Updated : May 27, 2019, 7:51 AM IST