পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাটপাড়ায় পার্টি অফিস দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, বোমাবাজি - BJP-TMC CLASH AT BHATPARA

গতকাল রাতে ভাটপাড়ার গোলঘোর সুন্দিয়া মোড়ে BJP-র একটি দলীয় কার্যালয় দখল করে তৃণমূল । আজ সকালে ভাটাপাড়ার একটি জুটমিলে BJP-র শ্রমিক ইউনিয়নের অফিসও দখল করার চেষ্টা করে । এর জেরে মঙ্গলবার রাত থেকে এলাকায় উত্তেজনা ছড়ায় । দুইপক্ষের মধ্যে বোমাবাজি হয় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান BJP সমর্থিত শ্রমিক সংগঠনের সদস্যরা ।

BJP তৃণমূল সংঘর্ষ
BJP-র পার্টি অফিস দখল নিল তৃণমূল

By

Published : Jan 22, 2020, 5:51 PM IST

ভাটপাড়া, 22 জানুয়ারি : পার্টি অফিস দখলকে কেন্দ্র করে ভাটপাড়ায় BJP ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ হয় । মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া সংঘর্ষ সোমবার সকাল পর্যন্ত চলে । এই ঘটনায় তৃণমূল ও BJP পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে । এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে । কেউ গ্রেপ্তার হয়নি ।

অভিযোগ, গতকাল রাতে ভাটপাড়ার গোলঘোর সুন্দিয়া মোড়ে BJP-র একটি দলীয় কার্যালয় দখল করে তৃণমূল । আজ সকালে ভাটাপাড়ার একটি জুটমিলে BJP-র শ্রমিক ইউনিয়নের অফিসও দখল করার চেষ্টা করে । এর জেরে মঙ্গলবার রাত থেকে এলাকায় উত্তেজনা ছড়ায় । দুইপক্ষের মধ্যে বোমাবাজি হয় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান BJP সমর্থিত শ্রমিক সংগঠনের সদস্যরা । তাঁদের অভিযোগ, গতকাল রাত থেকে তৃণমূলের গুন্ডারা বোমা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঢুকে সবাইকে শাসাচ্ছে । প্রতিবাদ করতে গেলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে । লাঠির ঘায়ে জখম হয়েছেন শ্রমিক মহলের তিন বাসিন্দা । ভয় দেখিয়ে তৃণমূল করার জন্য চাপ দেওয়া হচ্ছে ।

আজ ঘটনাস্থানে যান ভাটাপাড়ার বিধায়ক তথা BJP নেতা পবন সিং। তিনি বলেন," অবিলম্বে পুলিশ কোনও ব্যবস্থা না নিলে অনির্দিষ্টকালের জন্য থানা ঘেরাও ও পথ অবোরোধ চলবে ।" তৃণমূলের স্থানীয় নেতা দেবজ্যোতি ঘোষ বলেন, "এই পার্টি অফিসগুলি তৃণমূলেরই ছিল । BJP এতদিন তা দখল করে রেখেছিল । এখন আর পার্টি অফিসগুলিতে BJP-র বসার লোক নেই। তাই ওরা নিজেরাই চাবি দিয়ে যাচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details