পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dattapukur Slap Incident: দত্তপুকুর চড়কাণ্ডে এবার পুলিশকে হুঁশিয়ারি বিজেপি নেতার - পুলিশকে হুঁশিয়ারি বিজেপি নেতার

দত্তপুকুর চড়কাণ্ডে (Dattapukur Slap Incident) আক্রান্ত বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ ৷ যা নিয়ে এবার পালটা পুলিশকে হুঁশিয়ারি দিলেন বারাসত সাংগঠনিক জেলার সভাপতি ৷

Dattapukur Slap Incident ETV BHARAT
Dattapukur Slap Incident

By

Published : Jan 17, 2023, 7:44 PM IST

পুলিশকে হুঁশিয়ারি বিজেপির বারাসত সাংগঠনিক সভার সভাপতি

দত্তপুকুর, 17 জানুয়ারি: কখনও শাসক ! আবার কখনও বিরোধী ৷ বারবার বিভিন্ন সময়ে হুমকি-হুঁশিয়ারির মুখে পড়তে হয়েছে রাজ্যের পুলিশ প্রশাসনকে (BJP Tapas Mitra Warns Police) ৷ এবারও তার অন‍্যথা হল না ৷ দিদির দূত কর্মসূচিতে চড়কাণ্ডে দত্তপুকুর থানার আইসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র ৷ সরাসরি পুলিশকে হুঁশিয়ারি দিতে শোনা গেল তাঁকে । বিধায়ক অগ্নিমিত্রা পলের সামনেই দলীয় প্রতিবাদ সভার মঞ্চ থেকে প্রকাশ্যে পুলিশকে নিশানা করে বিতর্কে জড়িয়েছেন এই বিজেপি নেতা ৷ তাঁর হুঁশিয়ারি, 2 বছর পর রাজ্যে বদল আসবে ৷ তখন বদলের পাশাপাশি বদলাও নেবে বিজেপি ৷

পুলিশ প্রশাসনকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র ৷ তাঁর হুঁশিয়ারি পুলিশ আধিকারিকরা যেন, তৃণমূলের তাবেদারি না-করেন ৷ তিনি বলেন, ‘‘এখন থেকেই আপনারা সতর্ক হয়ে যান ৷ নইলে কোনও খাতিরদারি করা হবে না ৷ সব তালিকা তৈরি করে রাখছি আমরা ৷ সেই মতো সব হিসেবনিকেশ হবে ৷’’ উল্লেখ্য, চড়কাণ্ডে আক্রান্ত বিজেপি নেতা সাগর বিশ্বাসের বিরুদ্ধে পালটা মামলা দায়ের করেছে পুলিশ ৷

সোমবার রাতে দত্তপুকুরের সুভাষনগরে তার বিরুদ্ধেই এক প্রতিবাদ সভার আয়োজন করেছিল গেরুয়া শিবির ৷ সেই কর্মসূচিতেই হাজির ছিলেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র ৷ উপস্থিত ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পল এবং আক্রান্ত বিজেপি নেতা সাগর বিশ্বাস-সহ আরও অনেকে ৷ সভা মঞ্চ থেকে এ নিয়ে তাপস মিত্র বলেন, ‘‘শুনলাম চড়কাণ্ডে যে সমস্ত প্রতিবাদীরা রাস্তায় নেমে আন্দোলন করেছিল তাঁদের বিরুদ্ধেও নাকি পুলিশ মামলা দায়ের করেছে ৷’’

এ নিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তাপস মিত্র ৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘দত্তপুকুর ও মধ্যমগ্রাম দুই থানার আইসি-র ভূমিকা পালন করছেন আপনি (রথীন ঘোষ) ৷ দু’বছর পর থানা কিন্তু থাকবে ৷ দত্তপুকুর ও মধ্যমগ্রাম থানাও থাকবে ৷ শুধু আমরা সেখানকার অফিসারদের চেঞ্জ করে দেব ৷ তখন কিন্তু আপনি (রথীন ঘোষ) পালিয়েও কূল পাবেন না ৷ সবকিছুর হিসেব নেব আমরা সুদে-আসলে ৷’’

আরও পড়ুন:চড়-কাণ্ডের 24 ঘণ্টা পার! এখনও অধরা অভিযুক্ত

প্রসঙ্গত, দু-দিন কেটে যাওয়ার পরেও দত্তপুকুর চড়কাণ্ডে এখনও অভিযুক্ত তৃণমূল কর্মী শিবম রায়ের হদিশ পায়নি পুলিশ ৷ সেই ঘটনার উল্লেখ করে চড়কাণ্ডের মদত দাতাদেরও দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে বিজেপি ৷ তবে, তাপস মিত্রের এই হুঁশিয়ারিকে মোটেই গুরুত্ব দিচ্ছে না শাসক শিবির ৷ উলটে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে এই বিজেপি নেতার দিকে ৷ এ নিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের বারাসত জেলার সভাপতি তাপস দাশগুপ্ত বলেন, ‘‘হাতে মাইক থাকলে এই ধরনের হুমকি দেওয়া যায় ৷ তাই এই সমস্ত হুমকি দিয়ে কোনও লাভ নেই ৷ বিজেপি আগে নিজেদের দল নিয়ে ভাবুক ৷’’

ABOUT THE AUTHOR

...view details