ঠাকুরনগর, 12 ডিসেম্বর : লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল 2019 । মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর বিলের বিরোধিতা করলেও এই বিল পাশে খুশি মতুয়াদের শান্তনু ঠাকুর শিবির ।
নাগরিকত্ব সংশোধনী বিল পাশে উচ্ছ্বসিত মতুয়াদের একাংশ - নাগরিকত্ব সংশোধনী বিল পাশ উদযাপন মতুয়াদের
আজ সকাল থেকেই ঠাকুরনগরের বিভিন্ন প্রান্তে BJP সাংসদ শান্তনু ঠাকুরের শিবিরের লোকজন মিষ্টি বিলি করেন । ঠাকুরনগর স্টেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি রেখে সভাও করেন তাঁরা । নাগরিকত্ব সংশোধনী বিল 2019 পাশ উদযাপন করতে বিকেল চারটে নাগাদ ঠাকুরবাড়ি থেকে একটি মিছিল বের হয় ।
আজ সকাল থেকেই ঠাকুরনগরের বিভিন্ন প্রান্তে BJP সাংসদ শান্তনু ঠাকুরের শিবিরের লোকজন মিষ্টি বিলি করেন । ঠাকুরনগর স্টেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি রেখে সভাও করেন তাঁরা । নাগরিকত্ব সংশোধনী বিল 2019 পাশ উদযাপন করতে বিকেল চারটে নাগাদ ঠাকুরবাড়ি থেকে একটি মিছিল বের হয় । সেই মিছিলে ছিলেন সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, সারা ভারত মতুয়া মহাসংঘের মুখপাত্র অরবিন্দ বিশ্বাস সহ অন্যরা । ঠাকুরনগর স্টেশনে শেষ হয় ওই মিছিল । মিছিল শেষে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুল পোড়ানো হয় ।
কয়েক মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠাকুরবাড়িতে এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, সমস্ত মতুয়া ধর্মাবলম্বীকে নাগরিকত্ব দেওয়া হবে । পার্লামেন্টের দুই সভায় নাগরিকত্ব বিল পাশের মধ্যে দিয়ে নিজেদের দাবি সুরক্ষিত হল বলে মনে করছেন মতুয়ারা । মতুয়া মহাসংঘের অন্যতম সদস্য তথা 'দলপতি' বিষ্ণুপদ বিশ্বাস বলেন, "আজ আমরা ভীষণ খুশি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের কথা দিয়েছিলেন যে, আমাদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে । তিনি কথা রেখেছেন । আমাদের সাংসদ শান্তনু ঠাকুরের চেষ্টায় আজ সমস্ত মতুয়াদের নাগরিকত্ব স্বীকৃতি পেল ।" মতুয়া মহাসংঘের মুখপাত্র অরবিন্দবাবু বলেন, "দীর্ঘ আন্দোলনের পর অবশেষে আমাদের দাবি পূরণ হল । নাগরিকত্ব সংশোধনী বিল পাশে সব মতুয়া নাগরিকত্ব পাবেন । আমরা ভীষণ খুশি ।"
TAGGED:
Matua Reaction on CAB